Indian Railways Recruitment: ভারতীয় রেলে নিয়োগ করা ৫০০০ বেশি শিক্ষানবিশ, আবেদন করতে পারবে দশম উত্তীর্ণরা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Indian Railways Recruitment: সম্প্রতি ভারতীয় রেল নিজেকে সময়ের সাথে অনেকটাই উন্নত করেছে। এতে ব্যবহার করা হচ্ছে উন্নত প্রযুক্তি। বর্তমানে নিয়োগ সংখ্যাও বৃদ্ধি পেয়েছে ভারতীয় রেলে। ওয়েস্টার্ন রেলওয়ের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রেলওয়ে রিক্রুটমেন্ট সেল-এর তরফে ৫,০৬৬জনকে শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস)-কে প্রশিক্ষণ দেওয়া হবে। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না।

Advertisements
কোন কোন পদে নিয়োগ?

রেলের বিভিন্ন বিভাগে (Indian Railways Recruitment) নিয়োগ করা হবে। বিশেষ করে শিক্ষানবিশ পদের জন্যেই এই নিয়োগ চলছে। তাই যারা দশম পাশ করেছেন তাদের জন্য এই সুযোগটি খুবই উপযুক্ত।

Advertisements
কী কী যোগ্যতা লাগবে?
  • শিক্ষাগত যোগ্যতা: যে কোনো মান্যতা প্রাপ্ত বোর্ড থেকে দশম পাশ করা আবশ্যক।
  • নম্বর: ৫০ % নম্বর থাকতে হবে।
  • আবেদনকারী প্রার্থীদের অবশ্যই ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং (এনসিভিটি) অনুমোদিত কেন্দ্র থেকে বিভিন্ন ট্রেডে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই)-এর শংসাপত্র থাকতে হবে। তবে যাঁদের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট (এনএসি) রয়েছে, তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
এই পদের (Indian Railways Recruitment) জন্য নির্দিষ্ট বয়সসীমা
  • ন্যূনতম: ১৫ বছর
  • সর্বোচ্চ: ২৪ বছর
বেতন :-

মোট এক বছরের জন্য প্রশিক্ষণ চলবে। প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে ১৮ হাজার টাকা থেকে ৫৬ হাজার ৯০০ টাকা ভাতা হিসাবে দেওয়া হবে।

Advertisements
কীভাবে আবেদন করবেন?

রেলের বিভিন্ন ডিভিশনে নিয়োগ (Indian Railways Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। সেই বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নিয়ে অনলাইনে আবেদন করতে হবে।সরকারি চাকরি মানে স্থিতিশীলতা। রেলের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল এবং প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে আরও দক্ষ করে তোলা যাবে।

আরো পড়ুন: হাতছাড়া করবেন না এই সুযোগ, ৯৪টি শূন্যপদে নিয়োগ হবে এমস কল্যাণীতে

আবেদন গ্রহণ করার শেষ তারিখ

উল্লিখিত বিভাগে ২২ অক্টোবর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। বিস্তারিত জানতে অবশ্যই মূল বিজ্ঞপ্তিটি মনোযোগ সহকারে পড়তে হবে।

ভারতীয় রেলের এই পদে নিয়োগের জন্য কোনো পরীক্ষা নেওয়া হবে না। আবেদনের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে। মেধা তালিকা তৈরি হবে আবেদনকারীর অঙ্ক এবং ITI সার্টিফিকেটের নম্বরের ভিত্তিতে। দীর্ঘদিন যেসব ছেলেমেয়েরা অপেক্ষা করছিলেন একটি যোগ্য চাকরির জন্য তারা এই সুযোগ কখনোই হাতছাড়া করবেন না।

Advertisements