করোনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালে স্বেচ্ছাসেবী হওয়ার সুযোগ, নম্বর দিলো AIIMS

Madhab Das

Updated on:

নিজস্ব প্রতিবেদন : বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টিকারি করোনাভাইরাসকে রুখবার জন্য প্রতিটি দেশের বিজ্ঞানীরাই ভ্যাকসিন তৈরি করছেন। ভ্যাকসিন তৈরি করার এই লড়াইয়ে অন্যান্য ভারতও পিছিয়ে নেই। রাশিয়া, আমেরিকার মতো দেশের পাশাপাশি ভারতের তৈরি করোনা ভ্যাক্সিনও হু‌’র তালিকায় রয়েছে। ভারতের তৈরি প্রথম করোনা টিকা হলো ‘কোভ্যাক্সিন টিকা’।আইসিএমআর ও ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেড যৌথভাবে এই টিকা তৈরি করেছে। ভারতের তৈরি করোনা এই ‘কো ভ্যাকসিনের’ হিউম্যান ট্রায়াল হতে চলেছে এবার। ICMR মোট ১২টি সংস্থাকে কো ভ্যাকসিনের হিউম্যান ট্রায়ালের অনুমতি দিয়েছে। এর মধ্যে দিল্লির এইমসও রয়েছে। সংস্থাগুলি প্রথম ও দ্বিতীয় পর্যায়ের হিউম্যান ট্রায়াল করবে। প্রথম পর্যায়ে মোট ৩৭৫ জনের উপর হিউমান ট্রায়াল হবে। এর মধ্যে দিল্লির এইমস থেকে ১০০ জনের ট্রায়াল হবে।

এই ভ্যাকসিন পরীক্ষার জন্য স্বেচ্ছাসেবী প্রয়োজন। যারা নিজে থেকে হিউমান ট্রায়ালের অংশ হতে চান তাদের জন্য একটি ই-মেইল আইডি দেওয়া হয়েছে। তারা চাইলে ফোন বা এসএমএস করেও নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন। আজ‌ থেকেই স্বেচ্ছাসেবীদের নাম নথিভুক্ত করার কাজ শুরু হবে।

ইচ্ছুকরা চাইলে এই ইমেল আইডি [email protected] তে মেল করতে পারেন। স্বেচ্ছাসেবকরা যাতে ফোনে বা মেসেজে যোগাযোগ করতে পারেন তার জন্যও একটি নম্বর দেওয়া হয়েছে। ৭৪২৮৮৪৭৪৯৯ এই নম্বরে ১৮ থেকে ৫৫ বছর বয়সের মধ্যে ইচ্ছুক স্বেচ্ছাসেবকরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন।

এইমসের সেন্টার ফর কমিউনিটি মেডিসিনের অধ্যাপক সঞ্জয় রায় বলেছেন, “সোমবার থেকে স্বেচ্ছাসেবীদের নাম নথিভুক্ত করার কাজ শুরু হবে যারা আবেদন করেছেন তাদের মধ্য থেকে যারা সুস্থ আছেন তাদেরকে বেছে নেওয়া হচ্ছে। দেখা হবে তাদের কোমর্বিডিটি যেন না থাকে।স্বেচ্ছাসেবকদের মধ্যে কেউ আগে কোভিড-১৯ সংক্রামিত হলেও চলবে না।” অর্থাৎ যাদের শরীরে অন্য কোনো রকম অসুস্থতা নেই তাদেরকেই এই পরীক্ষার জন্য বেছে নেওয়া হবে। আজ থেকেই দিল্লির এইমসে মানবদেহে সেই পরীক্ষামূলক প্রক্রিয়ার শুরু হতে চলেছে।