নিজস্ব প্রতিবেদন : দেড় মাসের বেশি সময় ধরে দেশে চলছে লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব শেষ হলেও এখনো বাকি রয়েছে গণনা। আর এসবের কারণে গরমের ছুটি পেয়েও অনেক সরকারি কর্মচারীরা রয়েছেন যারা পরিবার নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ পাননি। কাজের চাপে এপ্রিল মাস থেকেই অনেক সরকারি কর্মচারীরা রয়েছেন যারা নিজেদের কর্মস্থল নিয়েই ব্যস্ত। তবে এবার এই সকল সরকারি কর্মচারীদের সামনেই টানা ৩ দিনের ছুটির (June Govt Holiday) একটি সুযোগ রয়েছে।
রাজ্য সরকারি স্কুল থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানগুলি এপ্রিল মাসের ২২ তারিখ থেকে ছুটি হয়ে যাওয়ার পর দার্জিলিং সহ বিভিন্ন পাহাড়ি এলাকায় কাতারে কাতারে পর্যটকদের ভিড় জমাতে দেখা গিয়েছে। কিন্তু এবার সেই গরমের ছুটি শেষ হতে চলেছে। আগামী ১০ জুন গরমের ছুটি কাটিয়ে পুনরায় স্কুল সহ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে যাবে। তবে ১০ জুনের পরেও কিন্তু একটি টানা তিন দিন ছুটি পাবেন সরকারি কর্মচারীরা।
টানা তিন দিনের ছুটিতে কাজে লাগিয়ে কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়ার পাশাপাশি দার্জিলিং ট্যুর অথবা কোন পাহাড়ি জায়গায় ট্যুর হতে পারে। এছাড়াও হাতের কাছে রয়েছে দীঘা, মন্দারমনি, বর্ষার বাঁকুড়া, পুরুলিয়া সহ বিভিন্ন জায়গা। সুতরাং যে সকল সরকারি কর্মচারীরা এপ্রিল ও মে মাসে ঘুরতে যাব যাব করে যেতে পারেননি, তারা জুন মাসের ওই ছুটিতে কাজে লাগাতে পারে।
আরও পড়ুন ? Darjeeling Tour: দরকার বান্ডিল বান্ডিল নোটের! হাতে ৫০০০ টাকা থাকলেই এই ৫ টোটকায় হবে দার্জিলিং ভ্রমণ
জুন মাসে টানা তিন দিন ছুটি মিলতে পারে মূলত ইসলাম ধর্মাবলম্বীদের উৎসব বকরি ইদের কারণে। এই বছর বকরি ইদ পড়েছে ১৭ জুন। ঐদিন পশ্চিমবঙ্গের পাশাপাশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরও ছুটি রয়েছে। এছাড়াও ঐ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক অর্থাৎ ব্যাঙ্ক কর্মীরাও ছুটি পাবেন। আর ১৭ জুন পড়েছে সোমবার। যে কারণে সোমবারের আগে শনিবার ও রবিবার পরপর দুদিন ছুটি রয়েছে। সুতরাং ওই তিন দিনের ছুটিকে কাজে লাগিয়ে ঘুরে আসার মোক্ষম উপায় রয়েছে জুন মাসে।
জুন মাসের টানা তিন দিনের ছুটিতে কাজে লাগিয়ে যারা দূরে অর্থাৎ দার্জিলিং সহ অন্য কোন হিল স্টেশনে ঘুরতে যেতে চাইছেন তাদের শুক্রবার রাতের কোন ট্রেন ধরতে হবে এবং শনিবার সকালের মধ্যেই পৌঁছে যেতে হবে হিল স্টেশনগুলিতে। তারপর শনিবার, রবিবার ও সোমবার দিনভর মস্তি করার পর আবার সোমবার সন্ধ্যার দিকে ট্রেন ধরে নিজেদের বাড়ি ফিরে মঙ্গলবার অনায়াসেই কর্মস্থলে যোগ দেওয়া যাবে।