নিজস্ব প্রতিবেদন : বর্তমান স্মার্টফোনের যুগে এখন মানুষের হাতে হাতে চলছে সোশ্যাল মিডিয়া। তবে লক্ষ্য করা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় একই ধরনের ভিডিও অথবা ছবি বা অন্যান্য সব বিচিত্র জিনিস দেখতে দেখতে একঘেয়েমি এসে গিয়েছে নেটিজেনদের মনে। নেটিজেনরা এই একঘেয়েমি দূর করার জন্য অন্যান্য বিনোদনের সব জিনিসের খোঁজে রয়েছেন।
নেটিজেনদের এখন এমন খিদে দূর করছে অপটিক্যাল ইলিউশন (Optical illusion), ব্রেন টিজার (Brain Teaser), আইকিউ চ্যালেঞ্জ (IQ Challenge) ইত্যাদি। কেননা এই ধরনের সব চ্যালেঞ্জিং মুহূর্ত সামনে আসতেই নেটিজেনদের সময় নিজে থেকেই কেটে যাচ্ছে। স্বাভাবিকভাবেই দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে এই সকল অপটিক্যাল ইলিউশন।
সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়া বিভিন্ন ধরনের অপটিক্যাল ইলিউশনের মধ্য দিয়ে নেটিজেনদের মধ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হয়, একগুচ্ছ একই শব্দের মধ্যে আলাদা একটি শব্দ খুঁজে বের করার। আবার চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হয় কোন একটি ছবির মধ্যে থাকা সামান্য ভুল খুঁজে বের করার। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের ধাঁধার অংকের সমাধান। তবে প্রতিটি জিনিসই বেশ মজাদার হয়ে থাকে।
ঠিক সেইরকমই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ছড়িয়ে পড়েছে যাতে দেখা যাচ্ছে রয়েছে একগুচ্ছ Sheep শব্দ। চ্যালেঞ্জ ছুঁড়ে বলা হয়েছে, ঈগলের মত চোখ হলে ১৫ সেকেন্ডের মধ্যে এই ছবিতে খুঁজে বের করতে হবে লুকিয়ে থাকা Sleep শব্দটি। অনেকেই রয়েছেন যারা জিনিয়াস তারা মুহূর্তের মধ্যে সেই শব্দ খুঁজে বের করে দিয়েছেন আর অনেকেই রয়েছেন যারা খুঁজে বের করতে হিমশিম খাচ্ছেন। যারা খুঁজে বের করতে সক্ষম হয়েছেন তাদের অভিনন্দন আর যারা সক্ষম হননি তাদের সঠিক উত্তর বলে দেওয়া হচ্ছে এই প্রতিবেদনে।
ছবিটিতে অনেক Sheep শব্দ থাকার ফলে একই ধরনের Sleep শব্দটি খুঁজে বের করা খুব সহজ কাজ নয় আবার এও বলা যায় না যে খুব কঠিন কাজ। এই ছবিতে Sleep শব্দটি লুকিয়ে রয়েছে ৬ নম্বর সারিতে। যেখানে লক্ষ্য করলে দেখতে পাবেন উপর দিক থেকে ৫ নম্বর ওয়ার্ডটি হলো Sleep।