The organization has taken a new decision on Biometric of LPG: এলপিজি গ্রাহকদের জন্য স্বস্তির খবর। সিলিন্ডার পাওয়া নিয়ে আর চিন্তা নয়। বায়োমেট্রিক না থাকলেও পাওয়া যাবে সিলিন্ডার সমেত ভর্তুকি (LPG Biometric)। কারণ এখনই এই ই-কেওয়াইসির পদ্ধতি বন্ধ করছে না ভারত সরকার। কেন্দ্র সরকার তরফে জানানো হয়নি এই পদ্ধতির ডেডলাইন।
বেশ কিছু মাস আগে গ্যাস সিলিন্ডারের সাথে বায়োমেট্রিক যাচাইয়ের নির্দেশ দিয়েছিল কেন্দ্র সরকার। এর জন্য সকাল থেকে লাইন লেগে গিয়েছিল ডিলার এবং তেল সংস্থাগুলিতে। কেন্দ্র তরফে জানানো হয়েছিল বায়োমেট্রিক যাচাই করে ইকেওয়াইসি না করলে ভর্তুকি বন্ধ করে দেওয়া হবে। তবে সম্প্রতি সেই সিদ্ধান্তে (LPG Biometric) বদল আনলো কেন্দ্র সরকার। জানালেন এখনই বন্ধ হবে না ভর্তুকি দেওয়া।
তেল সংস্থা সূত্রে খবর, সরকার তরফে ইকেওয়াইসির নির্দিষ্ট সময়সীমা ধার্য করেনি। ফলেই সিলিন্ডারসহ ভর্তুকি পাওয়া নিয়ে চিন্তার দরকার নেই গ্রাহকদের। পাশাপাশি গ্রাহকদের এও জানানো হয়েছে যে, আধার যাচাইকরণ করে ইকেওয়াইসির জন্য টাকা খরচ করারও দরকার নেই। ডেলিভারি কর্মীরাই গ্রাহকদের বাড়ি এসে এই কার্য সম্পন্ন করবেন। লাগবে না কোনো অতিরিক্ত চার্জ।
আরও পড়ুন ? Pipeline Gas: দক্ষিণবঙ্গের এই ৬ জেলার বাসিন্দারা পাবেন পাইপ লাইনের মাধ্যমে গ্যাস, কাজ শুরু করল GAIL
মূলত গ্যাস সিলিন্ডারের সাথে বায়োমেট্রিক লিঙ্ক করানোর জন্যই এই পদ্ধতি চালু করেছে কেন্দ্র সরকার। যার ফলে গ্রাহকদের সমস্ত তথ্য জমা থাকবে কেন্দ্র সরকারের কাছে। যার মাধ্যমে অনৈতিক কাজকর্ম ধরতে পারবে সরকার। পাশাপাশি সুবিধা পাবেন যোগ্য গ্রাহকরা। যেমন সঠিক সময়ে গ্যাস সিলিন্ডার পাওয়া, সিলিন্ডার বিক্রির কালোবাজারি হ্রাস করা। এছাড়াও বন্ধ হবে বেআইনিভাবে ভর্তুকি নেওয়া। অপরদিকে ভর্তুকি পাবেন যোগ্য গ্রাহকরা।
তবে এলপিজি গ্রাহকদের এই ইকেওয়াইসি করা নিয়ে ভয় পাওয়া বা তাড়াহুড়ো করার কিছু নেই। তারা ডিলারদের কাছে গিয়েও আধার যাচাই করণের মাধ্যমে ইকেওয়াইসি করতে পারেন (LPG Biometric)। সমস্ত গ্যাস ডিলারদের এই কাজ করার নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার। এজন্য গ্যাস ডিলারদের থেকে গ্রাহককে একটি এলপিজি ফর্ম নিতে হবে। সেই ফর্মে নিজের নাম, ঠিকানা, স্বামী অথবা বাবার নাম, গ্রাহক নম্বর সাথে পাসপোর্ট ছবি, রেশন কার্ডের জেরক্স এবং ঠিকানার প্রমাণপত্র হিসেবে আধার, ভোটার, ড্রাইভিং লাইসেন্স যেকোনো নথি জমা দিতে হবে। এছাড়াও কেউ চাইলে ইন্ডিয়ান অয়েল-এরর অ্যাপ ডাউনলোড করে অনলাইনে কেওয়াইসি করে নিতে পারেন।