নিজস্ব প্রতিবেদন : টিকাকরণের গতি এগোলেও এযেন গত বছরের স্মৃতি উস্কে উঠছে। ফের একবার বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৪,৮৮২ জন। আর একদিনে এই আক্রান্তের সংখ্যা চলতি বছরে সর্বাধিক। যার জেরে ইতিমধ্যেই ভারতের একাধিক শহরে লকডাউন জারি হয়েছে বা হচ্ছে, এর পাশাপাশি বিমান যাত্রার ক্ষেত্রে নতুন নতুন নিয়ম জারি হচ্ছে।
বর্তমানে দেশে আক্রান্তের সংখ্যা ৮৫ ভাগই মহারাষ্ট্র, কেরল, পাঞ্জাব, কর্নাটক, গুজরাট ও তামিলনাড়ুর মত পাঁচ রাজ্য থেকে। যে কারণে ইতিমধ্যেই এই পাঁচ রাজ্যকে সতর্ক করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে। ইতিমধ্যেই লকডাউন জারি করা হয়েছে অমরাবতী এবং নাগপুরে। মহারাষ্ট্রের একাধিক শহরে জারি হয়েছে লকডাউন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে জানিয়েছেন, আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে না এলে বাকি জেলাগুলিতেও লকডাউন জারি করা হবে।
মহারাষ্ট্রের পাশাপাশি আক্রান্তের সংখ্যা নিয়ে চিন্তায় পড়েছে মধ্যপ্রদেশ সরকারও। তারাও ইতিমধ্যে বেশ কিছু কড়া নিয়ম জারি করেছে। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান খোদ সোমবার থেকে লকডাউন জারি করার কথা জানিয়েছেন। মূলত দুই জেলায় এই লকডাউন জারি হতে পারে। পাশাপাশি মধ্যপ্রদেশ সরকারের তরফ থেকে জানানো হয়েছে মহারাষ্ট্র থেকে যে সকল যাত্রীরা ট্রেনে চেপে মধ্যপ্রদেশ আসবেন তাদের থার্মাল স্ক্রীনিং করাতে হবে।
[aaroporuntag]
অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে ইতিমধ্যেই বিমানযাত্রার ক্ষেত্রে নয়া বিধির কথা বলা হয়েছে। নয়া বিধি অনুযায়ী বলা হয়েছে কোনো যাত্রী যদি প্রোটোকল না মানেন তাহলে তাকে প্রথমে সতর্ক করা হবে এবং তার পরেও যদি ওই যাত্রী না শোনেন তাহলে তাকে গন্তব্যে পৌঁছানোর আগেই নামিয়ে দেওয়া হবে।