Who will be the owner of Rekha’s huge property without husband and children: জনপ্রিয় বলিউড সুন্দরী রেখার ব্যক্তিগত জীবন হার মানাবে সিনেমাকেও। তার জীবনে প্রেম এসেছে বারবার, এমনকি বিয়ের পিঁড়িতেও তিনি বহুবার বসেছেন। তাও আজ তিনি কেনো এত একা? কোনো প্রেম জীবনে স্থায়ী হয়নি তার। অমিতাভ বচ্চন থেকে শুরু করে অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত এমনকি হৃত্বিক রোশন এর মত জনপ্রিয় তারকার সঙ্গে রেখার নাম জড়ালেও শেষ পর্যন্ত তার জীবনসঙ্গী কেউ হননি। বর্তমানে তিনি বিপুল সম্পত্তির মালিক (Property of Rekha)।
ব্যক্তিগত জীবনে বহুবার প্রেমে পড়েছেন তিনি। অমিতাভ বচ্চনের সঙ্গে রেখার সম্পর্কের গুঞ্জন কোন পাতলেই শোনা যায় বলিউডের আনাচে কানাচে। এমনটাও অনেকে বলেছেন যে তারা নাকি গোপনে বিয়ে করেছিলেন। পরবর্তীকালে রেখা বিনোদ মেহেরা নামের জনপ্রিয় বলিউড অভিনেতাকে বিয়ে করেন। সেই সম্পর্ক স্থায়ী হতে পারেনি। রেখা এরপর ব্যবসায়ী মুকেশ আগারওয়ালকে বিয়ে করেছিলেন কিন্তু দুঃখের বিষয় হলো বিয়ের এক বছরের মাথায় মুকেশ আত্মহত্যা করেন। সেই ঘটনার পর থেকেই সিঙ্গেল রয়েছেন রেখা। কিন্তু নিজের যোগ্যতায় বিশাল সম্পত্তির মালকিন হয়েছেন তিনি (Property of Rekha)।
ব্যক্তিগত জীবনে যাই হোক কেরিয়ারকে সর্বদা প্রাধান্য দিয়েছেন তিনি। তার সম্পত্তির কথা জানলে অবাক না হয়ে পারবেন না। রেখার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩০০ কোটি টাকা এমনটাই সূত্রের মাধ্যমে জানা যায় (Property of Rekha)। অথচ তার নেই স্বামী, নেই কোনো সন্তান। তাহলে এই ৩০০ কোটি টাকার সম্পদ কে পাবেন? তার অনুগামীরা এই বিষয় নিয়ে খুবই চিন্তিত। কিন্তু রেখা সবরকম ব্যবস্থা করে রেখেছেন।
বর্তমানে পরিবার বলতে নিজের এক বোন ছাড়া কেউ নেই রেখার। আসলে তিনি হলেন দক্ষিণী তারকা জেমিনি গনেশনের কন্যা। জেমিনি গনেশনের একাধিক স্ত্রী এবং সন্তান রয়েছে। সেই দিক থেকে বিচার করলে রেখারা ৭ বোন। কিন্তু নিজের বোন একজনই, তার নাম রাধা। শোনা যায়, রেখা এবং রাধা জেমিনি গনেশনের পরিচয় পাননি, বাবার সম্পত্তির ভাগও তারা পাননি। ৩০০ কোটি টাকার সম্পত্তি নিজের পরিশ্রমে গড়ে তুলেছেন তিনি (Property of Rekha)। তার বিপুল সম্পত্তি অভিনয় করেই তৈরি করেছেন তিনি।
বর্তমানে অবশ্য তিনি অভিনয় করেন না। কিন্তু বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থার প্রচারের মুখ হিসেবে অর্থ উপার্জন করেন। বিভিন্ন ধরনের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অর্থ উপার্জন করেন তিনি। সংবাদমাধ্যম সূত্রের মাধ্যমে জানা যায় রেখা নিজের সমস্ত সম্পত্তির উত্তরাধিকার করে দিয়েছেন সেক্রেটারি ফারজানাকে। বেশ কয়েক দশক ধরে ফারজানা রয়েছেন রেখার সঙ্গে। এছাড়া সপত্তির কিছুটা অংশ পাবে শিশু এবং বৃদ্ধদের নিয়ে কাজ করা সংগঠন। জীবিত অবস্থায় তিনি সম্পত্তি ভাগ করে দিয়েছেন ফারজানা এবং ওই সংগঠনের মধ্যে।