নিজস্ব প্রতিবেদন : বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় OYO তাদের ব্যবসা ছড়িয়ে দিয়েছে। তাদের তরফ থেকে দেশের বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় গেস্ট হাউস (Guest House) থেকে হোটেল রুম (Hotel) খোলা হয়েছে। তবে এই সকল গেস্ট হাউস এবং হোটেল রুমে বিভিন্ন সময় অবৈধ কার্যকলাপ চালানোর অভিযোগ তুলতে দেখা যায়। অবৈধ কার্যকলাপ বলতে বুঝতেই পারছেন কোন কোন কাজের কথা বলা হচ্ছে। বিশেষ করে এই সকল রুমে কাপলদের দাপাদাপি বেশি।
কিন্তু এবার এই ধরনের কার্যকলাপ ঠেকানোর জন্য নড়েচড়ে বসল প্রশাসন। তাদের তরফ থেকে OYO গেস্টহাউস অথবা হোটেল রুম বুকিং করার ক্ষেত্রে এবার নিয়মে বদল আনার কথা জানানো হয়েছে। নতুন যে নিয়মের কথা বলা হয়েছে সেই নিয়মে রীতিমতো মাথায় হাত কাপলদের। নতুন নিয়ম শুনে তাদের মধ্যে ইতিমধ্যেই আশঙ্কা তৈরি হচ্ছে, আর আগের মত মস্তি হবেনা OYO রুমে।
পুলিশের তরফ থেকে প্রথমেই বলা হয়েছে এই ধরনের হোটেল এবং গেস্ট হাউসে উচ্চমানের সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে। সেই সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং যাতে এক মাস পর্যন্ত থাকে তার বন্দোবস্ত করতে হবে। সিসিটিভি ক্যামেরা লাগানো এবং তার ফুটেজ এক মাসের জন্য সংরক্ষণ করে রাখার বিষয়টি হোটেল মালিকদের কাছে আলাদা ঝঞ্ঝাট হলেও কাপলদের কাছে তা কোন চিন্তার কারণ নয়। তবে এরপরে যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেগুলি কাপলদের চিন্তার কারণ।
বলা হয়েছে, অপ্রাপ্তবয়স্ক কোন মেয়ে কোন মধ্যবয়সী পুরুষের সঙ্গে এলেই সঙ্গে সঙ্গে হোটেল কর্তৃপক্ষকে পুলিশকে ফোন করে জানাতে হবে। এছাড়াও পুলিশের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, অপ্রাপ্তবয়স্ক কাউকে রুম ভাড়া দেওয়া যাবে না। এছাড়াও হোটেলে যারাই আসবেন তাদের সমস্ত বিবরণ রাখতে হবে হোটেল কর্তৃপক্ষকে।
এছাড়াও হোটেলে থাকতে হবে পুলিশ অফিসার, স্থানীয় পুলিশ স্টেশন এবং হেল্পলাইন নম্বরের তালিকা। এছাড়াও হোটেলের সামনের রাস্তাতেও সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে। আপাতত এই নিয়ম চালু হয়েছে নয়ডায়। সেখানে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে পুলিশ আধিকারিকদের বৈঠকের পর এই সকল একগুচ্ছ নির্দেশিকা জানানো হয়। এই ধরনের নিয়ম আগামী দিনে দেশের অন্যান্য জায়গাতেও চালু হবে না তার কোন গ্যারান্টি নেই।