OYO Room Booking: ঘুরতে গিয়ে হোটেল রুমে ডিসকাউন্ট পেতে চান, এই পদ্ধতিতে বুক করুন ওয়ো রুম

Prosun Kanti Das

Updated on:

Advertisements

OYO Room Booking: ডিসকাউন্ট পেতে চান, তাহলে এই পদ্ধতিতে বুক করুন ওয়ো রুম। পুজোর ছুটিতে ঘুরতে যেতে ভালোবাসেন অনেকেই। তারপরেই শীতের ছুটি। এই সময়টা বিভিন্ন ভ্রমণস্থলে পর্যটকদের ভিড় থাকে দেখার মতন। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় খরচের বিষয়টা। শুধুমাত্র খরচের ভয়েই অনেকে ঘুরতে যেতে পারেন না। তবে এখন থেকে আর চিন্তা নেই। অন্তত হোটেল ভাড়া নিয়ে খরচের চিন্তা করতে হবে না কোন পর্যটককে। ঘর বুকিং করলে পেতে পারেন ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়। এই অফার দিচ্ছে ভারতের অন্যতম হোটেল বুকিং ওয়েবসাইট ওয়ো (OYO Room Booking)। অনলাইনে হোটেল বুক করুন আর পেয়ে যান ৭৫ শতাংশ ছাড়।

Advertisements

বাইরে ঘুরতে গেলে একটু ভালো হোটেল রুমের খোঁজ করেন সবাই। যাতে জায়গাটা থাকার উপযোগী হয় এবং নিরাপদ হয়। তেমন হোটেলের খোঁজ করতে গেলে খরচ পড়ে যায় অনেক বেশি। তবে বর্তমানে সে সব ক্ষেত্রে অনেকটাই ছাড় দিচ্ছে হোটেল কর্তৃপক্ষ। এখন অবশ্য ঘুরতে গিয়ে হোটেল খোঁজার দিন প্রায় শেষ। এখন বেশিরভাগ মানুষই আগে থেকে হোটেলের খোঁজ নিয়ে তার রেটিং জেনে তবেই হোটেল নির্ধারণ করেন। অনেকে আগে থেকেই অনলাইনে বুকিং করে রাখেন। যারা অনলাইন বুকিং করেন তাদের জন্যই রয়েছে অফার। ওয়ো গ্রাহকদের জন্য দারুণ সুখবর নিয়ে এসেছে সংস্থা। অনলাইনে রুম বুক (OYO Room Booking) করলে পাওয়া যাবে বড় ডিসকাউন্ট।

Advertisements

অনলাইনে বুকিং করলেই ৭৫ শতাংশ ছাড় দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে ওয়ো (OYO Room Booking)। তবে দুটি শর্ত মানতে হবে। প্রথমত, অনলাইনে বুকিং করতে হবে ওয়োর নিজস্ব ওয়েবসাইট থেকে। দ্বিতীয়ত বুকিং করার সময় মাই অফার লিখতে হবে। ব্যাস এই দুটি কাজ করলেই আপনি ৭৫ শতাংশ ছাড়ে পেয়ে যাবেন যে কোন ঘর। তিন চার হাজার টাকার ঘর ছাড় দিয়ে মাত্র দেড় থেকে দুই হাজার টাকার মধ্যে পেয়ে যেতে পারেন আপনি। আপাতত এই বুকিং অফার চলছে। যদি ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে দেরি না করে রুমটা বুক করে রাখুন।

Advertisements

আরো পড়ুন: হোটেল রুমে আপনার খাটের নিচে কেউ নেই তো? একটি জলের বোতলেই পড়বে ধরা

এছাড়াও রুম বুকিং এর ক্ষেত্রে একাধিক অফার রেখেছে ওয়ো (OYO Room Booking)। প্রত্যেকটি অফারের জন্য নির্দিষ্ট দিন সংখ্যা নির্ধারণ করা রয়েছে। সেই দিন সংখ্যা ওয়েবসাইটে গেলেই জানা যাবে। একটা অফার মিস করলেও কোন সমস্যা নেই। আপনার জন্য তৈরি রয়েছে আরও একাধিক অফার। শুধু বুক করতে হবে ওয়োর অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তাহলেই পেয়ে যাবেন সব কটি অফার গ্রহণ করার সুযোগ। এছাড়া ওয়োর নিজস্ব একটি অ্যাপ রয়েছে। সেই অ্যাপের মাধ্যমে বুকিং করলে প্রথমবার বুকিং এর ক্ষেত্রে ১৫ শতাংশ ছাড় দেওয়া হয় প্রত্যেক গ্রাহককে। এই নিয়ম শুরুর দিন থেকে আজ অব্দি চলে আসছে।

গুগল প্লে স্টোর অথবা অ্যাপেল অ্যাপ স্টোর দুটি জায়গা থেকেই আপনি ডাউনলোড করতে পারবেন ওয়োর অ্যাপ। ডাউনলোড করুন আর সহজেই বুক করুন (OYO Room Booking) নিজের পছন্দ মতো ঘরটি। প্রসঙ্গত উল্লেখ্য, অনলাইনে হোটেল বুকিং করার আগে ভালো করে রেট যাচাই করে নেবেন। ইদানিং হোটেল বুকিং এর ক্ষেত্রে প্রতারণার ঘটনা ঘটেছে একাধিক। আপনি যদি প্রতারণার শিকার হতে না চান তবে ভালোভাবে দেখে, শুনে, বুঝে তবেই হোটেল বুকিং করুন। শুধুমাত্র অফারের উপর নির্ভর করে বুকিং করবেন না বুকিং করার আগে অবশ্যই নির্দিষ্ট হোটেলটি রেটিং যাচাই করতে ভুলবেন না।

Advertisements