OYO Train: বিশ্বের অবাক করা ট্রেন, যাতে চড়েই চুমু খান যুগলরা

Prosun Kanti Das

Published on:

Advertisements

সোশ্যাল মিডিয়া জুড়ে বিভিন্নরকম ভিডিয়ো সর্বদাই নজরে আসে যা সত্যি সবাইকে অবাক করে দেয়। একেবারেই অপ্রত্যাশিত ভাবে সেই ভিডিয়োগুলি হাজির হয়। কিছু কিছু ভিডিও ব্যাপক হারে ভাইরাল পর্যন্ত হয়। গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে এমনই এক অদ্ভুত ভিডিও নিমেষে ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা গেছে প্রচুর মানুষ রেল লাইনের পাশে ফোন নিয়ে অপেক্ষা করছি কিন্তু কেন? শুধুমাত্র ট্রেনের ছবি তুলেই বা তারা কি করবেন? আদৌ ট্রেনটি কি দেখতে খুব সুন্দর নাকি অন্য কিছু? রেল লাইনের পাশে ফোন নিয়ে দীর্ঘ অপেক্ষা করার পিছনে আসল উদ্দেশ্যটা কি?

Advertisements

ট্রেন আসার পরই আসল ঘটনাটি সামনে আসলো। ওই ট্রেনটিতে (Train) মূলত প্রেমিক-প্রেমিকারাই সফর করেন। তাঁরা চলন্ত ট্রেনে খুব ঘনিষ্ঠভাবে থাকেন। ভাইরাল হওয়া ভিডিয়োতেও দেখা গিয়েছে, ট্রেনের দরজায় একের পর এক যুগল দাঁড়িয়ে রয়েছেন এক্কেবারে চুম্বনরত (Kissing) অবস্থায়। নেট জনতা এই ট্রেনের নাম দিয়েছে OYO Train।

Advertisements

যখনই ভিডিয়োটা শুরু হলো তখন দেখা গেলো, ঘন জঙ্গলের মাঝে একটি রেললাইন যার দুই পাশে মানুষজন সারি দিয়ে দাঁড়িয়ে আছেন এবং তারা সকলেই ক্যামেরা হাতে। পুরুষ এবং মহিলা উভয় দাঁড়িয়ে আছে রেললাইনের পাশে।। ট্রেনটি যখনই সামনে আসে তখনই আসল ঘটনাটি দেখতে পাওয়া যায়।

Advertisements

দরজায় যুগলরা দাঁড়িয়ে একে অপরকে চুম্বন করছে। আবার কেউ একে অপরকে জড়িয়ে ধরে আছেন। অনেকেই আবার চলন্ত ট্রেনে চুম্বন করছেন অত্যন্ত বেপরোয়া ভাবে। ট্রেনের যাত্রীরা একেবারে ঘনিষ্ঠ অবস্থায় বসে আছেন। কোনো কামরার দরজায় আবার কোনো মহিলা একাই দাড়িয়ে আছে। কিন্তু জায়গাটির সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

ভিডিওটি ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে virl_india_xyz নামক একটি পেজ থেকে। ভিডিয়োর সাথেই একটি টেক্সট এ লেখা ছিল, ‘OYO TRAIN’। এছাড়া সুন্দরভাবে ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, বাজারে আসলো নতুন OYO TRAIN। ভিডিওটির ভিউয়ার শুনলে অবাক হবেন। তা প্রায় ৭ লাখেরও বেশি ছাড়িয়েছে। বহু মানুষ ভিডিয়োতে (Viral Video) বিভিন্নরকম প্রতিক্রিয়া জানিয়েছেন।

অনেকেই এই ভিডিয়োটি (Viral Video) দেখে, ট্রেনটি কোথায় আছে জানতে চেয়েছেন। আর একজন ভিউয়ার বলছেন, ট্রেনের নম্বরটা পেলে ভালো হতো। এরকম মজাদার সফর করা যেত। কিন্তু ট্রেনটি কোথাকার তা ভিডিওতে উল্লেখ করা হয়নি। তাই OYO Train -টির হদিশও পাওয়া যায়নি।

Advertisements