নিজস্ব প্রতিবেদন : দুধ, বিস্কুট, আটা সহ বর্তমানে অধিকাংশ পণ্যই প্যাকেজড পণ্য হিসাবে বিক্রি করা হয়ে থাকে। আর এই সকল প্যাকেজড পণ্য কেনার আগে যাতে সাধারণ মানুষ সচেতন হন তার জন্য কেন্দ্রীয় সরকার নতুন একটি আইন এনেছে। এই নতুন আইন অনুসারে এই সকল প্যাকেজড পণ্য বিক্রি করার আগে প্যাকেটের গায়ে লিখতে হবে একাধিক তথ্য।
আগামী বছর অর্থাৎ ২০২২ সালের এপ্রিল মাস থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে বলে জানা যাচ্ছে। এই নতুন নিয়ম কার্যকর হওয়ার পর এমআরপি (MRP) সংক্রান্ত একগুচ্ছ তথ্য দিতে হবে প্যাকেটের গায়ে। প্রতি ইউনিটের দাম কত হবে তার পরিপ্রেক্ষিতে পরপর লিখতে হবে এমআরপি উল্লেখিত জায়গায়।
এ ক্ষেত্রে উল্লেখ করতে হবে, যদি কোনো গ্রাহক এক কেজি বা এক লিটার ওজনের কোন প্যাকেজড পণ্য কিনে থাকেন তাহলে প্রতি ইউনিটের কত দাম ধরা হচ্ছে। ঠিক একইভাবে এক কেজি বা এক লিটার কম ওজনের ক্ষেত্রেও কত ইউনিটে কত দাম ধরা হচ্ছে।
এই নিয়ম অনুসারে গ্রাহকরা যাতে বুঝতে পারেন তারা যে জিনিসটি কিনছেন সেই জিনিসটি প্রতি লিটার অথবা প্রতি গ্রামে কত খরচ হচ্ছে। এতে সাধারণ মানুষ প্যাকেজড পণ্য কেনার আগে অনেক বেশি সতর্ক হবেন বলেই মনে করছে কেন্দ্র।
এছাড়াও নতুন নিয়মের পরিপ্রেক্ষিতে সংশোধিত লিগ্যাল মেট্রোলজি বিধির অধীনে দুধ, চা, বিস্কুট, ভোজ্য তেল, আটা, কোল্ড ড্রিংকস, পানীয় জল, শিশুর খাদ্য, ডাল, রুটি, ডিটারজেন্ট, সিরিয়াল, সিমেন্ট সহ ১৯ ধরণের আইটেমের প্যাকেজিংয়ের জন্য পরিমাণের নিয়মগুলিকেও সরিয়ে দেওয়া হচ্ছে। ফলে প্যাকেটিং করার সময় পরিমাণের যে বাধ্যবাধকতা ছিল তা আর থাকছে না। এর ফলে এইসকল দ্রব্য প্রস্তুতকারকরা নিজেরাই স্বাধীনভাবে কত পরিমাণ পণ্য দিয়ে প্যাকেটিং করবেন তা নিজেই বেছে নিতে পারবেন।
এছাড়াও নতুন নিয়মে সবচেয়ে বড় যে বদল আনা হচ্ছে তা হল পণ্যের উৎপাদন তারিখ ও বছর। এযাবত নিয়ম রয়েছে তাতে প্যাকেটের গায়ে লেখা থাকে প্যাকিং করার তারিখ ও বছর। কিন্তু কেন্দ্র মনে করছে কোন পণ্যের গুণগত মান উৎপাদনের তারিখের সঙ্গে যুক্ত।