Ilish Price: ভারতকে না দেওয়ার সিদ্ধান্তে মাথা ঠুকছেন ব্যবসায়ীরা, তলানিতে পদ্মার ইলিশের দাম

Shyamali Das

Published on:

Advertisements

বাংলাএক্সপি ডেস্ক : পদ্মার ইলিশের গুণগত মান নিয়ে নতুন করে বলার কিছু নেই। স্বাদে গন্ধে অতুলনীয় হওয়ায় বাংলাদেশের এই ইলিশের জন্য মুখিয়ে থাকেন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের বাসিন্দারা। দাম যতই হোক না কেন বছরে অন্ততপক্ষে একবার পদ্মার ইলিশ পাতে তোলার ইচ্ছা অনেকেরই থাকে। তবে এবার পদ্মার ইলিশ নিয়ে নতুন খবর সামনে এলো।

Advertisements

পদ্মার ইলিশ ভারতকে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার। বর্তমান অন্তর্বর্তী সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, তাদের দেশের সমস্ত চাহিদা মেটার পরই তারা সিদ্ধান্ত নেবে অন্য কোথাও পদ্মার ইলিশ পাঠাবে কিনা। তবে তাদের এই সিদ্ধান্তে রীতিমত মাথা ঠুকছেন সেখানকার ব্যবসায়ীরা। কারণ এর ফলে বাংলাদেশে ইলিশের দাম (Ilish Price) তলানিতে ঠেকেছে।

Advertisements

বর্ষার মরসুম এলেই একদিকে যেমন পশ্চিমবঙ্গের বিভিন্ন জলাধার থেকে ইলিশ ধরা শুরু হয় আর সেই ইলিশ রাজ্যের বিভিন্ন জায়গায় রপ্তানি করা হয়, ঠিক সেই রকমই বাংলাদেশের ক্ষেত্রেও পদ্মা থেকে প্রচুর পরিমাণে ইলিশ ধরে দেশের বিভিন্ন জায়গার পাশাপাশি পশ্চিমবঙ্গে ইলিশ পাঠানো হয়। আর পশ্চিমবঙ্গে ইলিশ পাঠিয়ে সেখানকার ব্যবসায়ীরা প্রচুর মুনাফা অর্জন করে থাকেন। কিন্তু তাদের অন্তর্বর্তী সরকারের তরফ থেকে আপাতত রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্তের ফলে বাড়তি মুনাফা লাভের সেই পথ বন্ধ।

Advertisements

আরও পড়ুন : Ilish Tax Discount: সরকারের কর ছাড়ের পর ২০০০ টাকার ইলিশ কততে মিলবে? বুঝে নিন সহজ ভাষায়

পশ্চিমবঙ্গে যেমন দিন কয়েক আগে থেকেই আলুর দাম বৃদ্ধি পাওয়ার কারণে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বাইরে আলু রপ্তানি করার ক্ষেত্রে কড়াকড়ি পদক্ষেপ নিচ্ছে, ঠিক সেই রকমই বাংলাদেশের সাধারণ মানুষদের সস্তায় ইলিশ খাওয়ানোর জন্য সরকারি তরফ থেকে ইলিশ বাইরে পাঠানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। আর এর ফলেই দাম হু হু করে অনেকটাই কমে গিয়েছে।

পদ্মার ইলিশের দাম যেখানে বিপুল পরিমাণে থাকে সেই জায়গায় এখন ঢাকার বাজারে এক কেজি পদ্মার ইলিশ বিক্রি হচ্ছে মাত্র ১৫০০ টাকা থেকে ১৬০০ টাকার মধ্যে। ৮০০-৯০০ গ্রাম ইলিশের দাম এখন ৯০০ টাকার মধ্যে। বাংলাদেশের বাসিন্দাদের তরফ থেকে জানানো হচ্ছে, ইলিশের দাম ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত কমেছে। ওই দেশের অন্তর্বর্তী সরকারের ইলিশ রপ্তানি নিয়ে এমন সিদ্ধান্ত সাধারণ মানুষদের মুখে হাসি ফোটালেও ব্যবসায়ীদের লাভের অঙ্ক কমাচ্ছে বলেই দাবি।

Advertisements