নিজস্ব প্রতিবেদন : চন্দ্রযান ৩ (Chandrayaan 3) যখন প্রতিটি ভারতীয় এবং বিশ্ববাসীর কাছে নতুন এক দিগন্ত তৈরি করেছে, ঠিক সেই সময় পাকিস্তানের এক প্রাক্তন মন্ত্রীকে ঠাট্টা করতে দেখা গিয়েছিল। পাকিস্তানের ওই প্রাক্তন মন্ত্রী হলেন ফাওয়াদ চৌধুরী হোসেন (Fawad Hussain)। তিনি ছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) মন্ত্রিসভার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের মন্ত্রী।
চন্দ্রযান যেদিন সফলভাবে উৎক্ষেপণ করা হয় সেই সময় তাকে এই অভিযান নিয়ে ঠাট্টা করে বলতে শোনা গিয়েছিল, ‘চাঁদ তো দেখাই যায়, ওখানে গিয়ে কী হবে!’ তার এই মন্তব্য ঘিরে রীতিমতো হাসির রোল পড়তে দেখা গিয়েছিল সোশ্যাল মিডিয়া জুড়ে। তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছিল নানান ধরনের টিপ্পনী। অবশেষে যখন বিক্রম ল্যান্ডার চাঁদের মাটিতে অবতরণ করতে চলেছে ঠিক সেই সময় তাকেও ঠেলায় পড়ে ১৮০° পাল্টি মারতে দেখা গেল।
তবে ফাওয়াদ চৌধুরী হোসেনকে এই প্রথম এমন ঠাট্টা করতে দেখা গিয়েছে এমন নয়। ২০১৯ সালে যখন চন্দ্রযান ২ উৎক্ষেপণ করা হয়েছিল সেই সময়ও তাকে ঠাট্টা করে বলতে শোনা গিয়েছিল, ‘অজানা জায়গায় গিয়ে এত টাকা খরচ করার কোনও মানে হয় না।’ সে সময় তিনি আবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তবে এই সকল ঠাট্টার পাশাপাশি সময়ের সঙ্গে সঙ্গে তাকে একাধিকবার পাল্টিও মারতে দেখা গিয়েছে।
পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী ফাওয়াদ চৌধুরী হোসেন সম্প্রতি ভারতের চন্দ্রযান ৩ এর উৎক্ষেপণ এবং তার চাঁদের মাটিতে অবতরণ করার প্রাক মুহুর্তে জানিয়েছেন, এই অভিযান সমগ্র মনুষ্যজাতির জন্য গর্বের মুহূর্ত। এমন দাবি করার পাশাপাশি তিনি পাকিস্তানের সমস্ত মিডিয়া হাউসের কাছে আবেদন রেখেছেন যাতে ভারতের এই চন্দ্রযানের অবতরণ তাদের দেশেও লাইভ দেখানো হয়।
Pak media should show #Chandrayan moon landing live tomorrow at 6:15 PM… historic moment for Human kind specially for the people, scientists and Space community of India…. Many Congratulations
— Ch Fawad Hussain (@fawadchaudhry) August 22, 2023
মঙ্গলবার তিনি সোশ্যাল মিডিয়ায় আবেদন জানিয়েছেন, “কালকে চন্দ্রযান ৩-এর অবতরণ পাক সময় অনুযায়ী ৬টা ১৫ মিনিটে। পাকিস্তানি মিডিয়ার কাছে আমার আবেদন। এই মুহূর্তের ভিডিয়ো যেন লাইভ দেখানো হয় টিভিতে। এটা পুরো মানবজাতি, বিজ্ঞান মহল এবং ভারতের মহাকাশ গবেষকদের জন্য গর্বের মুহূর্ত। অনেক শুভেচ্ছা।”