‘এত টাকা খসিয়ে লাভ কী!’ ভারতের চন্দ্রযান ৩ এর সাফল্যে গায়ে ফোস্কা পাকিস্তানের!

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গত ১৪ জুলাই ভারতীয় মহাকাশ গবেষণাগার (ISRO) চন্দ্রযান ৩ উৎক্ষেপণ করেছে। শ্রীহরি কোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে এই উৎক্ষেপণ সফল হয়। এখন চন্দ্রযান ৩ (Chandrayaan 3) চাঁদের দ্বিতীয় কক্ষপথে পৌঁছে গিয়েছে বলে জানা যাচ্ছে গবেষণাগার সূত্রে। ভারতের এই সাফল্যে বিশ্বের অধিকাংশ দেশ ভারতীয় মহাকাশ গবেষণাগারকে শুভেচ্ছা জানালেও ফোস্কা পড়ছে পড়শী দেশ পাকিস্তানের গায়ে।

Advertisements

ভারতীয় মহাকাশ গবেষণাগারের এমন সাফল্য যখন বিশ্বজুড়ে প্রশংসা আদায় করে নিয়েছে সেই সময় একেবারে পরশ্রী কাতরতার মত সুর শুনতে পাওয়া গেল পাকিস্তানের প্রাক্তন মন্ত্রীর গলায়। এমনকি তিনি এই চন্দ্রযান ৩ উৎক্ষেপণ নিয়ে যে ধরনের মন্তব্য করেছেন তা পাকিস্তানের কাছে প্রশংসনীয় হলেও বিশ্বের কাছে অত্যন্ত নিন্দনীয়। তিনি একটি পাকিস্তানি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এমন কুৎসিত মন্তব্য করেছেন।

Advertisements

এমন কুৎসিত মন্তব্য করেছেন পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী ফাওয়াদ চৌধুরী (Fawad Chaudhury)। যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইমরান খান সেই সময় তাঁর মন্ত্রিসভায় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী ছিলেন ফাওয়াদ। এই প্রাক্তন মন্ত্রীকে হামেশাই নানান ধরনের বিতর্কিত মন্তব্য করতে দেখা গিয়েছে এবং সেই সকল বিতর্কিত মন্তব্যের কারণে বারবার তিনি আলোচনায় আসতেন। আর এবারও এমন কুৎসিত মন্তব্যের কারণে তিনি আলোচনায় এলেন।

Advertisements

মন্ত্রী ফাওয়াদের কথা অনুযায়ী এত টাকা খরচ করে এত দূরে যাওয়ার দরকার কি? একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, “আমাদের মিনিস্ট্রিতে একটি পয়েন্ট অফ ভিউ রয়েছে। সেই পয়েন্ট অফ ভিউ হলো এত পাঁপড় বেলার দরকার কি! চাঁদ যা নজরে আসে আর তার দূরত্ব কত সবকিছু জানা। এছাড়াও সবকিছুই আমরা জানি যে তার কখন কি পরিস্থিতি হয়।”

প্রাক্তন মন্ত্রী ফাওয়াদের কথা অনুযায়ী, “ইদের সময় আমরা তো খালি চোখেই চাঁদ দেখতে পাই। চাঁদ দেখার উপরেই এই উৎসবের দিনক্ষণ নির্ভর করে। এতো কষ্ট করার কী দরকার? চাঁদ দেখার জন্য এতোটা রাস্তা যাওয়ার কোনও দরকার নেই। এতে পয়সা আর সময় দু’টোই নষ্ট হয়।” আর তার এমন গায়ে ফোস্কা পড়া কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে।

Advertisements