নিজস্ব প্রতিবেদন : কোন বিশেষ প্রকল্প হোক অথবা নতুন কিছু, উদ্বোধনের জন্য নেতা-মন্ত্রীদের আমন্ত্রণ জানানোর প্রচলন যেমন ভারতে রয়েছে, ঠিক সেই প্রচলন রয়েছে অন্যান্য দেশেও। আর এই সকল উদ্বোধনী অনুষ্ঠানে ফিতে কেটে অনুষ্ঠানের সূচনা করার রেওয়াজ রয়েছে। তবে কোনো মন্ত্রীকে কাঁচির বদলে দাঁত দিয়ে ফিতে কাটতে দেখা যায় যায়নি। তবে এবার এই ঘটনায় লক্ষ্য করা গেল।
এমন অদ্ভুত দৃশ্য দেখা গিয়েছে পাকিস্তানে। জানা গিয়েছে সেখানে পাকিস্তানের এক মন্ত্রী একটি দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন। যে অনুষ্ঠানে দোকানের উদ্বোধন করার সময় ওই মন্ত্রীকে নিজের দাঁত দিয়ে ফিতে কেটে দোকানের উদ্বোধন করতে দেখা যায়। যে ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে পড়ে।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, মন্ত্রীকে প্রথমে একটি কাঁচি দেওয়া হয় ফেটে কাটার জন্য। তারপর মন্ত্রী ওই কাঁচিটি ফিতেতে লাগান। কিন্তু তার পরেই তিনি কাঁচি ফিতে থেকে সরিয়ে দেন। ঠিক যেন মনে হলো কাঁচি ধার নেই, তার থেকে তার দাঁতেই বেশি ধার। তারপরেই নিজের দাঁত দিয়ে ফিতে কেটে দোকানের উদ্বোধন করেন।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মুর্তাজা আলী শাহ নামে এক সাংবাদিক। সেখান থেকেই জানা গিয়েছে, কারাগার মন্ত্রী ও পাঞ্জাব সরকারের মুখপাত্র ফাইয়াজ-উল-হাসান চোহানকে গত বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে একটি ইলেকট্রনিক্স দোকানের ফিতে কাটার আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই সময় তিনি ফিতেটি কাটার চেষ্টা করেছিলেন। কিন্তু তা পরিকল্পনা অনুযায়ী কাটা সম্ভব না হওয়ায় এই পথ বেছে নেন তিনি।
মন্ত্রী নিজে সেই মুহূর্তের ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “কাঁচি ভোঁতা এবং খারাপ ছিল। মালিকের দোকানটিকে খোরাকের হাত থেকে বাঁচানোর জন্যই তিনি এই নতুন বিশ্ব রেকর্ড তৈরি করেছেন।”
অন্যদিকে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকেই ট্রোল শুরু হয়। তবে সেই সকল ট্রোলকে কোনরকম পাত্তা দিতে চাননি পাকিস্তানি এই মন্ত্রী। আবার সোশ্যাল নাগরিকদের অনেকেই মন্ত্রীর এই স্পিরিটকে উৎসাহিত করেছেন। তবে সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি সম্প্রতি রীতিমত শোরগোল তুলেছে।
Ribbon cutting ceremony by Fayyaz ul Hsssan Chohan pic.twitter.com/lsaELc4WME
— Murtaza Ali Shah (@MurtazaViews) September 2, 2021
অন্যদিকে আবার একজন নেটিজেন এই ঘটনাকে উপভোগ করে লিখেছেন, “আমার মনে হয় উনার দাঁত দিয়ে ফিতে কাটার কারণ হল উনার দাঁত আর কাঁচির মধ্যে বিশেষ তফাৎ নেই।”