Pakistan Cricket Pitch: পিচ তৈরি করতে PCB ব্যবহার করছে হিটার, এই অদ্ভুত কাণ্ডে অবাক গোটা বিশ্ব

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Pakistan Cricket Pitch: অবশেষে পাকিস্তান ক্রিকেট দল জয়লাভ করেছে মুলতানের দ্বিতীয় টেস্টে। এই জয় তাদের মনোবল অনেকটাই বৃদ্ধি করেছে এবং বর্তমানে তারা স্বপ্ন দেখছে রাওয়ালপিন্ডিতে সিরিজ জয়ের। এই স্বপ্নকে বাস্তবায়িত করতে কি পদক্ষেপ নিয়েছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড? রাওয়ালপিন্ডির মাটিতে এমন কোন কান্ড ঘটালো তারা যাতে অবাক হয়ে গেল গোটা ক্রিকেট বিশ্ব? এমনকি পাকিস্তানের জনগণ তথা ক্রিকেটপ্রেমীরা এই কাজে রীতিমতো হতবাক হয়ে গেছে। পাকিস্তান রাওয়ালপিন্ডিতে পিচ প্রস্তুত করতে বড় বড় ফ্যানের পাশাপাশি ব্যবহার করছে হিটার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে ফ্যান এবং হিটার দুটির মাধ্যমে পিচ শুকনো হচ্ছে।

Advertisements

রাওয়ালপিন্ডিতে একটি শুকনো পিচ তৈরি করার জন্য পাকিস্তানের প্রধান কিউরেটর হিটার ব্যবহার করেছেন। দেখা যাচ্ছে পিচ তৈরি করার জন্য রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পিচের উভয় পাশে ৬টি বড় প্যাটিও হিটার বসানো হয়েছে। এর ফলে এটি পিচের সমস্ত কোমলতা দূর করবে এবং পাশাপাশি পিচটিতে অনেক বেশি তাপ সরবরাহ করা হচ্ছে। যার ফলে উপকৃত হবে স্পিনাররা। সাধারণত দেখা যায় বিভিন্ন বিবাহের পার্টিতে ব্যবহার করা হয়ে থাকে প্যাটিও হিটার, কিন্তু পাকিস্তানে তা ব্যবহার করা হচ্ছে পিচ (Pakistan Cricket Pitch) তৈরিতে।

Advertisements

Advertisements

— Farid Khan (@_FaridKhan) October 20, 2024

মুলতানে যে প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল তাতে জয়লাভ করতে পারেনি পাকিস্তানের ক্রিকেট দল। কিন্তু পরবর্তী টেস্ট ম্যাচে সেই একই পিচে ইংল্যান্ডকে হারিয়ে জয়লাভ করে পাকিস্তান। তারপর থেকেই পাকিস্তান ক্রিকেট দলের মনোবল একেবারেই তুঙ্গে রয়েছে। পিচ তৈরি (Pakistan Cricket Pitch) করতে পাকিস্তান ফ্যানের পাশাপাশি তাই হিটার ব্যবহার করছে। এই ঘটনায় ক্রিকেট ভক্তরা পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডকে উপহাস করছে। এই অদ্ভুত ঘটনার পরিপ্রেক্ষিতে একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন যে পিচ প্রস্তুত করতে হেলিকপ্টার। পাকিস্তান বোর্ড সবসময়ই হাসির খোরাক। অন্য আরেক ব্যবহারকারী একটি হাস্যকর মন্তব্য করেছেন যে, পিচে জ্বলন্ত কয়লা দিয়ে শুকাচ্ছেন না কেন?

আরো পড়ুন: সেনা বা অর্থনীতিতে ভারতের সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী কোন দেশ, বাংলাদেশ নাকি পাকিস্তান

মুলতানে প্রথম টেস্টে পাকিস্তান ক্রিকেট দলের পরাজয় ঘটেছিল শান মাসুদের নেতৃত্বে। ৪৭ রানে তারা প্রথম টেস্ট ম্যাচে হেরে যায়। সেই একই পিচে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ১৫২ রানে হারিয়ে সিরিজ সমতা আনে পাকিস্তান। অধিনায়ক মাসুদের এটি প্রথম জয়। গত বছর টেস্ট দলের অধিনায়ক হওয়ার পর টানা ছয় ম্যাচে হারের মুখে পড়তে হয়েছিল তাঁকে। তৃতীয় টেস্টে স্পিন বান্ধব পিচ চান মাসুদ।

দ্বিতীয় টেস্ট ম্যাচে জয়লাভ করে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বলেন যে, পাকিস্তানে এই মুহূর্তে শীতের মরশুম শুরু হয়নি। তাই তারা আশা করছে যে সূর্যের তাপের কারণে উইকেটে (পিচে) আর্দ্রতা অনেক কম হবে। শান মাসুদ বলেন, রাওয়ালপিন্ডিতে বল এতটা টার্ন নিচ্ছে তার সত্যিই একটি আশ্চর্যজনক বিষয়। গ্রাউন্ডসম্যান আগে থেকেই আছে। আগামী টেস্ট ম্যাচের জন্য পিচটিকে একান্তভাবেই তৈরি করা দরকার। আমরা এমন একটি পিচ প্রস্তুত (Pakistan Cricket Pitch) করতে হবে যাতে দুই পক্ষই ২০ উইকেট নেওয়ার সুযোগ থাকে।

Advertisements