Shehar Shinwari: বাবরের পদত্যাগ চেয়ে তোলপাড় করে দিয়েছেন এই পাক সুন্দরী! জানুন তার আসল পরিচয়

Prosun Kanti Das

Published on:

Advertisements

Pakistani beautiful actress Shehar Shinwari demanded resignation of cricket captain: ১২ বছর পর আবার দেশের মাটিতে বসেছে ক্রিকেট বিশ্বকাপের আসর। বিশ্বকাপ নিয়ে তাই দেশের ক্রিকেট প্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ভারত আপাতত তাদের অশ্বমেদ ঘোড়া ছুটিয়ে ৫ এ ৫ করে টেবিল টপার। কিন্তু এ বছর আশানুরূপ ফল দেখাতে পারছেন না পাকিস্তানের ক্রিকেটাররা। এই নিয়ে সেই দেশের সমর্থকরা যথেষ্টই বিরক্ত। সোশ্যাল মিডিয়াতে প্রায়ই দেখা যাচ্ছে বাবর আজমের সম্পর্কে অনেকেই নিন্দা করছেন। এবছরের বিশ্বকাপের অন্যতম দাবীদার ছিল পাকিস্তান কিন্তু তাদের খারাপ পারফরমেন্সের জন্য ধীরে ধীরে সেই জায়গা থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছে।। এই প্রসঙ্গে কি বললেন পাকিস্তানি অভিনেত্রী (Shehar Shinwari)? অধিনায়কসহ গোটা দলের আমূল পরিবর্তনের দাবি জানালেন তিনি।

Advertisements

শেহার শিনওয়ারি (Shehar Shinwari) নামের এই অভিনেত্রী রীতিমতো আন্দোলনের হুমকি দিয়েছেন। বর্তমানে পাকিস্তান পরপর তিনটি ম্যাচ হেরে গেছে। যার ফলে সেমিফাইনালে ওঠার রাস্তাও তার কাছে যথেষ্ট কঠিন। এই খারাপ খেলার জন্যই পাক অভিনেত্রী জানিয়েছেন যে পুরো দলের আমূল পরিবর্তন প্রয়োজন এবং সবার আগে অধিনায়ক বাবর আজমের পদত্যাগ জরুরী।

Advertisements

আপনি কি জানেন বিস্তারিতভাবে কে এই শেহার শিনওয়ারি (Shehar Shinwari)? তিনি একজন পাকিস্তানি সঞ্চালক এবং এর পাশাপাশি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। সোশ্যাল মিডিয়াতে প্রায় তাকে বিভিন্ন বিষয় নিয়ে বিতর্কিত হতে দেখা যায়। শুধু ক্রিকেট নয় বিভিন্ন রকম বিষয় নিয়ে তিনি সোশ্যাল মিডিয়াতে নিজের মুখ খোলেন এবং প্রায় সময় আক্রমণাত্মকও থাকেন। এই বছর তিনি পাকিস্তান টিমের খারাপ পারফরম্যান্স নিয়ে মুখ খুলেছেন সোশ্যাল মিডিয়াতে এবং চেয়েছেন অধিনায়কের পদত্যাগ।

Advertisements

এই শেহার শিনওয়ারি (Shehar Shinwari) প্রথমবার আলোচনার শিখরে পৌঁছে গেছিলেন ২০২২ সালে। বিশ্বকাপের সময় তিনি প্রস্তাব দিয়েছিলেন যদি জিম্বাবোয়ে ভারতকে হারাতে পারে, তাহলে তিনি বিয়ে করবেন জিম্বাবোয়ের প্লেয়ারকে। এভাবেই তাকে নিয়ে প্রায় সময় বিতর্ক দানা বেঁধেছে।

প্রত্যেকটি দেশের জনগণই চায় নিজের দেশকে বিশ্বকাপে সবার আগে দেখতে। সেই জন্যই অধীর আগ্রহে বছরের পর বছর অপেক্ষা করে তাকে ক্রিকেটপ্রেমীরা। কিন্তু সেই জায়গায় এই বছর পাকিস্তানি ক্রিকেটারদের পারফরম্যান্স মোটেই আশানুরূপ নয়। সেইটা একেবারে স্পষ্ট হয়ে উঠেছে এই অভিনেত্রীর প্রত্যেকটি বক্তব্যে। সেই জন্যই তিনি বিরক্ত হয়ে সোশ্যাল মিডিয়াতে বাবর আজমের পদত্যাগ চেয়েছেন।

Advertisements