Pakistan Election winning celebration: ‘এরই নাম পাকিস্তান!’ ভোটে জিতে বেলুনের বদলে কন্ডোম উড়িয়ে আনন্দ ভাগ

নিজস্ব প্রতিবেদন : পাকিস্তানের (Pakistan) অর্থনৈতিক পরিস্থিতি থেকে শুরু করে রাজনৈতিক পরিস্থিতি সবই কেমন যেন ডামাডোল অবস্থায়। দীর্ঘদিন ধরেই এই দেশটিকে অর্থনৈতিক সংকটের মধ্যে কাটাতে দেখা যাচ্ছে। বিভিন্ন দেশ থেকে সাহায্য নিয়ে এই দেশ চলছে বলেই বলা যায়। এমনকি সম্প্রতি পাকিস্তানে নির্বাচন হলেও এখনও ঠিক হয়নি কে সরকার গড়বে! তবে এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে আর সেই ভিডিও রীতিমতো হাসির রোল তুলেছে।

বিশ্বের যে কোন জায়গাতেই যে ক্ষেত্রে কোন জয় লাভের পর সেই জয়ের আনন্দ ভাগ করতে দেখা যায় দেশের মানুষ থেকে সমর্থকদের মধ্যে। সম্প্রতি পাকিস্তানে যে নির্বাচন হয়, সেই নির্বাচনে জয় লাভের পর কোন এক রাজনৈতিক দলের সমর্থকদের উল্লাস করতে দেখা যায়। তবে তাদের তরফ থেকে জয়ের উল্লাসের (Pakistan Election winning celebration) জন্য বেলুনের পরিবর্তে কন্ডোম উড়াতে দেখা যায়।

সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। স্বাভাবিক নিয়মেই এই ভিডিও ভাইরাল হয়েছে, কারণ এই ভিডিওতে হাসির রসদ রয়েছে। পাশাপাশি এই ভিডিও দেখার পর সোশ্যাল মিডিয়ার নেটিজেন দের বড় অংশের তরফ থেকে মন্তব্য করা হচ্ছে, ‘এরই নাম পাকিস্তান’, আবার কেউ কেউ বলছেন ‘পাকিস্তান আছে পাকিস্তানেই’। এই ভিডিওটি ভাইরাল হওয়ার পাশাপাশি পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যমেও দেখানো হয়।

আরও পড়ুন 👉 Iran Pakistan Military Power: কে কাকে দেবে টক্কর! ইরান না পাকিস্তান, কে বেশি শক্তিশালী? আপনি যা ভাবছেন তা কিন্তু নয়

যারা এমন কর্মকাণ্ড করেছেন তারা কোন দলের সমর্থক তা অবশ্য জানা যায়নি, তবে ঘটনাটি ঘটেছে ৯ ফেব্রুয়ারি। কোন দিকে যে সকল সংবাদমাধ্যমে এই ঘটনার ভিডিও নিয়ে সংবাদ পরিবেশন করা হয় সেই সকল সংবাদমাধ্যমে দাবি করা হয়, “হয়তো এসব আমেরিকা অথবা অন্য কোন দেশের তরফ থেকে দেওয়া হয়েছিল জনসংখ্যায় লাগাম টানার জন্য। কিন্তু দেখুন এরা সব কি করেন এই সকল জিনিস নিয়ে।”

গত ৮ অক্টোবর বৃহস্পতিবার পাকিস্তানের সংসদের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির ভোট হয়। ২৬৫ আসনে ভোট হয়। সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ১৩৩ টি আসন। তবে কোন দলই এই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। যে কারণে কারা সরকার গড়বে তা নিয়ে রয়েছে সংশয়। এই নির্বাচনে ইমরান খানের পিটিআই ৯৩ টি আসনে জয়লাভ করেছে। অন্যদিকে নওয়াজ শরীফের পিএমএল-এন ৭৫ টি আসনে জয়লাভ করেছে। পিপিপি জয়লাভ করেছে ৫৩ টি আসনে এবং এমকিউএম-পি ১৭টি আসনে জয়যুক্ত হয়েছে। সুতরাং পাকিস্তানের নির্বাচনের ফলাফল ত্রিশঙ্কু আর এই ত্রিশঙ্কু নির্বাচনের ফলাফলের মাঝেই পাকিস্তানিদের এমন কর্মকাণ্ড ভাইরাল।