Pamban Bridge: ভারতীয় রেল শুধুমাত্র দেশে নয় সারা বিশ্বে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে তাদের পরিষেবার মাধ্যমে। বর্তমানে নিজেকে আরও বেশি উন্নতভাবে সাজিয়ে তুলেছে আধুনিক প্রযুক্তির ওপর নির্ভর করে। সমাজের যেকোন স্তরের মানুষ ভারতীয় রেলের মাধ্যমে তাদের গন্তব্যস্থলে নিশ্চিন্তভাবে পৌঁছে যেতে পারে। ট্রেনযাত্রা হলো সবথেকে আরামদায়ক এবং নিরাপদ যাত্রা। আজকের এই প্রতিবেদনে ভারতীয় রেলের এমন একটি কর্মকাণ্ডের কথা তুলে ধরা হবে যার সত্যিই অবাক করবে সকলকে। ভারতীয় রেল গোটা দেশের সামনে যেন এক নজির স্থাপন করেছে।
ভারতীয় রেলে খুব শীঘ্রই তৈরি হতে চলেছে এক মাইলস্টোন। এখন সকলেই অপেক্ষা করছে সেই শুভ সময়ের। ইতিমধ্যেই ট্রায়াল শেষ হয়ে গেছে, এখন শুধু অপেক্ষা পুরোপুরিভাবে চালু হওয়ার। পাম্বান ব্রিজ খুব শীঘ্রই চালু হতে চলেছে এবং এর মাধ্যমে ভারতীয় রেল একটি নজির স্থাপন করেছে এদেশের মানুষের কাছে। পাম্বান-মণ্ডপম সেকশনে ট্রেন চলে ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে। আর ব্রিজের (Pamban Bridge) ওপর দিয়ে ট্রেন ছুটবে ৮০ কিমি প্রতি ঘণ্টায়। রামেশ্বরম ও মেনল্যান্ডের মধ্যে রেল যোগাযোগের ক্ষেত্রে একটি বড় মাধ্যম হয়ে উঠতে চলেছে এই নবনির্মিত ব্রিজ।
আরো পড়ুন: রেলকর্মীদের জন্য আনা হলো ক্যামেরা লাগানো বিশেষ পোশাক, কেন নেওয়া হলো এইব্যবস্থা
আগে যে পুরনো ব্রিজ ছিল ঠিক তার সমান্তরালেই এই পাম্বান ব্রিজ তৈরি হয়েছে। ভারতবাসীকে যেন একের পর এক চমক দিচ্ছে ভারতীয় রেল। সমুদ্রের ওপর তৈরি হওয়া সর্বাধিক দৈর্ঘ্যের সেতু (Pamban Bridge) এটি। আগের ব্রিজটির থেকে ৩ মিটার দীর্ঘ এটি। অবাক করার বিষয় হল এই ব্রিজের তলা দিয়েই যাবে জাহাজ। লন্ডন ব্রিজের আদলে ভারতীয় রেল তৈরি করেছে এই পাম্বান ব্রিজ।
আরো পড়ুন: ৮৩৭ কোটির বরাত পেলো RVNL, শুরু হবে নতুন লাইন পাতা এবং ব্রিজ নির্মাণের কাজ
এছাড়াও পাশাপাশি অন্যান্য বিষয়গুলোর দিকেও নজর দেওয়া হয়েছে। যেমন জাহাজের গতিবিধি বোঝার জন্য বিশেষ নেভিগেশন সিস্টেম আছে। যখনই জাহাজ যাতায়াত করবে তখনই এই সেতু উঠে যাবে ১৭ মিটার ওপরে। ইলেকট্রো মেকানিক্যাল সিস্টেমে উপরে উঠবে ওই সেতু। এই সেতুটি নির্মাণের ফলে সমুদ্রের উপর জাহাজ চলাচলে কোনরকম অসুবিধা হবে না।
কবে থেকে চালু হবে এই সেতুটি? আশা করা যাচ্ছে যে, আগামী বছরের মে মাসের মধ্যে শেষ হয়ে যাবে এই সেতু (Pamban Bridge) তৈরির কাজ। প্রায় ৩৭০ মিটার অংশের কাজ এখনো বাকি আছে। একবার যদি সেতুটি নির্মাণ সম্পূর্ণ হয়ে যায় তাহলে ভারতীয় রেলের ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই কর্মকান্ডটি। রেলের সাদার্ন সার্কেলের কমিশনার এএম চৌধুরী পাম্বান ও মণ্ডপম স্টেশনের মধ্যে ইতিমধ্যেই ইন্সপেকশন সেরেছেন। সকলেই এখন অপেক্ষা করে রয়েছে কবে শেষ হবে সেতু নির্মাণের কাজ।