বাড়ানো হলো প্যান কার্ডের সাথে আধার লিঙ্কের সময়সীমা, না করালে বিপত্তি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক বাধ্যতামূলক ঘোষণা করা হয়েছে সরকারের তরফে। গত কয়েক বছর ধরেই এই ঘোষণা করা হয়েছে। প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করানোর মূল উদ্দেশ্য হলো আর্থিক লেনদেনের স্বচ্ছতা আনা, এক ব্যক্তির নামে একাধিক প্যান কার্ড থাকলে তা বাতিল করা ইত্যাদি। আর এই লিঙ্ক করার শেষ সময়সীমা ছিল ৩০ জুন। তবে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে অন্তিম সময়সীমা আরও বাড়ানো হলো।

Advertisements

Advertisements

প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক নির্ধারিত সময়ের মধ্যে করানো না হলে ব্যাঙ্ক, পোস্ট অফিস সহ বিভিন্ন সংস্থায় আর্থিক লেনদেনের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে বলে জানানো হয়েছে। তবে বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ৩০ জুন যে শেষ সময়সীমা দেওয়া হয়েছিল সেই সময়সীমার মেয়াদ আরও তিন মাস বাড়ানো হয়েছে কেন্দ্রের তরফে। অর্থাৎ প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করার শেষ সময়সীমা হলো ৩০ সেপ্টেম্বর।

Advertisements

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর বৃহস্পতিবার টুইট করে এই প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করার সময়সীমা বাড়ানোর ঘোষণা করেন। তিনি ঘোষণায় জানিয়েছেন, করোনা পরিস্থিতির কারণে এখনও অনেকেই গুরুত্বপূর্ণ এই কাজটি করে উঠতে পারেননি। পরিস্থিতির কথা মাথায় রেখে যাতে কোনো নাগরিক অসুবিধার সম্মুখীন না হন তার জন্য এই সময়সীমা বাড়ানো হলো।

তবে প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করার শেষ সময় সীমা এই প্রথম বাড়ানো হচ্ছে এমনটা নয়। গত কয়েক বছর ধরেই এই প্রক্রিয়া চলছে এবং সময়সীমা বাড়ানো হচ্ছে। তবে চলতি বছর কেন্দ্রের তরফে এই লিঙ্ক নিয়ে কড়া মনোভাব দেখানো হয়। এমনকি সঠিক সময়ের মধ্যে এই লিঙ্ক না করানো হলে জরিমানার ভয়ও দেখানো হয়েছিল। তবে কেন্দ্র নতুন সময়সীমা ঘোষণা করায় গ্রাহকরা আরও তিন মাস হাতে সময় পাবেন প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করার জন্য।

Advertisements