Pan কার্ডের সঙ্গে Aadhaar লিঙ্কের নিয়মে বদল, খরচ বাড়ছে দ্বিগুণ

নিজস্ব প্রতিবেদন : আয়কর দপ্তরের তরফ থেকে একাধিকবার দেশের নাগরিকদের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার জন্য সময়সীমা বাড়িয়েছে। সম্প্রতি এই প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার সময়সীমা ৩১ মার্চ ২০২২ থেকে বাড়িয়ে করা হয়েছে ৩১ মার্চ ২০২৩। তবে এবার এই প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার নিয়মে আনা হয়েছে পরিবর্তন।

নতুন নিয়ম অনুসারে এখন গ্রাহকদের প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার জন্য খরচ করতে হচ্ছে। এই বিষয়ে ৩০ মার্চ একটি বিজ্ঞপ্তি জারি করেছিল সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ জুন পর্যন্ত যদি কোনো গ্রাহক তার প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করান তাহলে তাকে ৫০০ টাকা খরচ বহন করতে হবে। তবে এরপর অর্থাৎ ১ জুলাই থেকে এই খরচ বেড়ে হয়ে যাবে দ্বিগুণ অর্থাৎ ১০০০ টাকা।

নতুন নিয়ম অনুসারে চলতি বছরের ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত গ্রাহকদের প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করানোর জন্য ৫০০ টাকা জরিমানা গুনতে হবে। তবে ৩০ জুনের মধ্যে যদি এই কাজ না করা হয় তাহলে তারপর থেকে এই কাজ করার জন্য গ্রাহকদের জরিমানা গুনতে হবে ১০০০ টাকা অর্থাৎ দ্বিগুণ। ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত এই দ্বিগুণ খরচ করে এই কাজ করা যাবে।

এই বিষয়ে ২৯ মার্চ ২০২২ তারিখে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত গ্রাহকরা তাদের প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার সুযোগ পাবেন। তবে এই সুযোগ পেলেও সম্পূর্ণটাই জরিমানা দিয়ে করতে হবে। বিজ্ঞপ্তি প্রকাশ করার পর প্রথম তিন মাস ৫০০ টাকা এবং তারপর ১০০০ টাকা করে জরিমানা দিতে হবে।

এখন প্রশ্ন হল এই নির্ধারিত সময় দিয়ে দেওয়ার পরেও যদি কেউ প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না করেন তাহলে কি হবে? এই বিষয়ে আপাতত জানা যাচ্ছে, নির্ধারিত শেষ সময় সীমা দিয়ে দেওয়ার পরও যদি কোন গ্রাহক প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না করান তাহলে তার প্যান কার্ড বাতিল হয়ে যাবে।