নিজস্ব প্রতিবেদন : প্যানের সাথে আধার লিঙ্ক বাধ্যতামূলক বলে অনেকদিন আগেই জানিয়েছে কেন্দ্র তথা আয়কর দপ্তর। মূলত প্যান কার্ড নিয়ে জালিয়াতি রুখতে এই পদক্ষেপ। তবে লক্ষ্য করা গিয়েছে এখনো অজস্র মানুষ তাদের প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করিয়ে উঠতে পারেননি অথবা করান নি। সে ক্ষেত্রে আয়কর বিভাগের থেকে এই লিঙ্ক করানোর জন্য শেষ সময় দেওয়া হয়েছে ৩০ শে জুন। আর এর মধ্যে লিঙ্ক না করালে প্যান নম্বর বাতিল বলে ঘোষণা করা হবে। আর বাতিল হওয়া প্যান নম্বর কোথাও দেওয়া হলে সে ক্ষেত্রে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে বলে জানানো হয়েছে।
প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করানোর জন্য এর আগে শেষ সময়সীমা দেওয়া হয়েছিল ৩১ শে মার্চ।কিন্তু দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়তেই এই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শেষ সময়সীমা বাড়িয়ে করা হয় ৩০শে জুন। তবে এর পরেও আর সময়সীমা বাড়ানো হবে কিনা তা নিয়ে কেন্দ্রের তরফ থেকে এখনো কিছু স্পষ্ট করে জানানো হয়নি। সুতরাং বিশেষজ্ঞরা বারবার বলছেন অযাচিত ঝুঁকি না নিয়ে প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করিয়ে দেওয়াই যুক্তিযুক্ত। আর প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করানো অথবা আধার লিঙ্ক থাকা কতটা জরুরি তা নিয়ে দেখে নেওয়া যাক ৫টি গুরুত্বপূর্ণ তথ্য।
১) প্রথমেই জেনে রাখা ভালো খুব সহজে কিভাবে প্যানের সাথে আধার লিঙ্ক সম্ভব।
প্যানের সাথে আধার লিঙ্ক করার জন্য আয়কর দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট https://www.incometaxindiaefiling.gov.in তে যেতে হবে। সেখানে বাঁদিকের ‘Quick Links’ অপশনে দেখতে পাবেন ‘Link Aadhaar’ নামে আরও একটি অপশন রয়েছে। সেখানে ক্লিক করার পর নির্দিষ্ট বক্সে আপনার প্যান নম্বর, আধার নম্বর এবং আধার কার্ডের নাম অনুযায়ী নাম দিতে হবে। এখানে কারোর যদি আধার কার্ডে জন্ম তারিখের জায়গায় শুধুমাত্র সাল দেওয়া থাকে তাহলে তাকে ‘I have only year of birth in Aadhaar Card’ অপশনে টিক দিতে হবে। তারপর শর্তের জায়গায় টিক এবং ক্যাপচা কোড দেওয়ার পর ‘Request OTP’ করতে হবে। সেখানে একটি মোবাইল নম্বর চাওয়া হবে, যেটিতে ওটিপি আসবে। নির্দিষ্ট স্থানে ওটিপি দেওয়ার পর ‘Link Aadhaar’ অপশনে ক্লিক করতে হবে।
এসএমএসের মাধ্যমে লিঙ্ক করার জন্য UIDPAN (স্পেস) 12digit Aadhaar (স্পেস) 10digitPAN নম্বর লিখে পাঠিয়ে দিতে হবে ৫৬৭৬৭৮ নম্বরে।
২) এসকল পদ্ধতিতেও যারা এই লিঙ্ক করাতে পারবেন না তারা যোগাযোগ করতে পারেন নিকটবর্তী প্যান সার্ভিস সেন্টারে।
৩) কেন্দ্রে তরফ থেকে দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে এই লিঙ্ক না করানো হলে প্যান নম্বর বাতিল করা হবে বলে জানানো হয়েছে।
৪) প্যান নম্বর না থাকলে ব্যাঙ্কের লেনদেন, সোনা ক্রয় ইত্যাদি বহু ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে হবে। আর কোথাও বাতিল প্যান নম্বর দেওয়া হলে সে ক্ষেত্রে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে।
৫) তবে প্যানের সাথে আধার লিঙ্ক কেবলমাত্র ভারতীয়দের জন্য আবশ্যিক। অনাবাসী কোন ভারতীয়দের জন্য এই লিঙ্ক বাধ্যতামূলক নয়।