সুখবর, প্যান কার্ডের সাথে আধার লিঙ্কের সময়সীমা বাড়ালো কেন্দ্র

নিজস্ব প্রতিবেদন : প্যান নম্বরের সাথে আধার নম্বর লিঙ্ক করা বাধ্যতামূলক এমনটা কেন্দ্র সরকার অনেক আগেই ঘোষণা করেছিল। প্যান নম্বর অথবা প্যান কার্ডের সাথে আধার নম্বর লিঙ্ক করার মূল লক্ষ্য হলো প্যান সম্পর্কিত জালিয়াতি আটকে দেওয়া। অর্থাৎ দেশে ছড়িয়ে থাকা ভুয়ো প্যান কার্ডগুলিকে বাতিল করা।

আর এই প্যান কার্ড অথবা প্যান নম্বরের সাথে আধার নম্বর লিঙ্ক অথবা সংযুক্তিকরণ করার ক্ষেত্রে কেন্দ্রীয় আয়কর দপ্তরের তরফ থেকে বারংবার শেষ সময়সীমা বাড়ানো হচ্ছে। যেহেতু এখনও পর্যন্ত অজস্র প্যান গ্রাহক তাদের আধার লিঙ্ক করা অথবা কোনো কারণবশত করিয়ে উঠতে পারেননি। সে ক্ষেত্রে এবছর প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করার শেষ সময়সীমা ছিল ৩০ শে জুন। তবে লিঙ্ক করানোর ক্ষেত্রে স্বস্তি দিয়ে কেন্দ্রীয় আয়কর দপ্তরের তরফ থেকে বুধবার ঘোষণা করা হয় শেষ সময়সীমা বাড়ানোর কথা। কেন্দ্রীয় আয়কর দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে প্যান গ্রাহকরা আগামী ২০২১ সালের ৩১শে মার্চ পর্যন্ত প্যান কার্ড অথবা প্যান নম্বরের সাথে আধার লিঙ্ক করার সময় পাবেন। অর্থাৎ প্যান ও আধার লিঙ্ক করার জন্য প্যান গ্রাহকদের সময় দেওয়া হলো আরও ৯ মাস।

বর্তমান করোনা আবহ এবং লকডাউন পরিস্থিতির কথা মাথায় রেখে কেন্দ্রীয় আয়কর বিভাগ আয়কর জমা দেওয়ার ক্ষেত্রে সময়সীমা বাড়ানোর পাশাপাশি ও আধার লিঙ্ক করার শেষ সময়সীমা বাড়ানোর ঘোষণা করে। আর গত কালকের এই ঘোষণায় স্বস্তিতে দেশের কোটি কোটি মানুষ।

প্যান নম্বর অথবা কার্ডের সাথে আধার লিঙ্ক করার সহজ পদ্ধতি

প্যান নম্বরের সাথে আধার লিঙ্ক করার দুটি সহজ পদ্ধতি রয়েছে। একটি হল আয়কর দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট থেকে এবং অন্যটি হলো এসএমএসের মাধ্যমে।

আয়কর দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্যান নম্বরের সাথে আধার লিঙ্ক করার জন্য https://www.incometaxindiaefiling.gov.in খুলতে হবে। হোমপেজে বাঁদিকের ‘Quick Links’ অপশনে দেখতে পাবেন ‘Link Aadhaar’ নামে আরও একটি অপশন রয়েছে। যেখানে ক্লিক করার পর নির্দিষ্ট বক্সে আপনার প্যান নম্বর, আধার নম্বর ও আধার কার্ডের নাম অনুযায়ী নাম দিতে হবে। এখানে কারোর যদি আধার কার্ডে জন্ম তারিখের জায়গায় শুধুমাত্র জন্ম সাল দেওয়া থাকে তাহলে তাকে ‘I have only year of birth in Aadhaar Card’ অপশনে টিক দিতে হবে। তারপর শর্তের ঘরে টিক এবং ক্যাপচা কোড দেওয়ার পর ‘Request OTP’ করতে হবে। সেখানে একটি মোবাইল নম্বর চাওয়া হবে, যেটিতে ওটিপি আসবে। নির্দিষ্ট স্থানে ওটিপি দেওয়ার পর ‘Link Aadhaar’ অপশনে ক্লিক করতে হবে।

এসএমএসের মাধ্যমে প্যান ও আধার নম্বর লিঙ্ক করার জন্য নিজের মোবাইল থেকে টাইপ করতে হবে ‘UIDPAN (স্পেস) 12digit Aadhaar (স্পেস) 10digitPAN’ নম্বর লিখে পাঠিয়ে দিতে হবে ৫৬৭৬৭৮ নম্বরে।

প্যান নম্বর ও আধার লিঙ্ক না করালে কি হবে?

১) কেন্দ্রীয় আয়কর দপ্তর তথা কেন্দ্র সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে এই লিঙ্ক না করালে প্যান নম্বর বাতিল করা হবে।

২) বর্তমানে ব্যাঙ্কিং পরিষেবা থেকে শুরু করে জমি জায়গা, সোনাদানা কেনার ক্ষেত্রেও প্যান নম্বর আবশ্যিক। সুতরাং প্যান নম্বর বাতিল হলে সমস্যায় পড়তে হবে।

৩) কোন জায়গায় যদি বাতিল প্যান নম্বর দেওয়া হয় সে ক্ষেত্রে কেন্দ্রীয় আয়কর বিভাগ ওই গ্রাহককে ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা করতে পারে।