নিজস্ব প্রতিবেদন : আয়কর বিভাগ সপ্তমবারের জন্য প্যান আধারের সাথে লিঙ্ক করানোর সময়সীমা বাড়িয়ে ৩১শে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত শেষ সময়সীমা বেঁধে দিয়েছিল। বলা হয়েছিল, এই সময়সীমার মধ্যে সমস্ত প্যান কার্ড ব্যবহারকারীদের অনলাইনে বা এসএমএসের মাধ্যমে আধারের সাথে লিঙ্ক করাতে হবে, নাহলে লিঙ্ক না করানো প্যানকার্ডগুলিকে অবৈধ বা ব্যবহারযোগ্য নয় বলে মানা হবে।
Central Board Of Direct Taxes (CBDT)-এর তরফ থেকে জানানো হয়েছিল, লিঙ্ক না করানো প্যান কার্ডগুলিকে ৩১ শে ডিসেম্বরের পর থেকে অবৈধ বলে ঘোষণা করা হবে। আয়কর বিভাগের তরফ থেকে জানানো হয়েছিল, কোনো গ্রাহক আধার নম্বরের সাথে প্যান কার্ড যুক্ত করতে ব্যর্থ হলে সেই গ্রাহকের বরাদ্দ করা প্যান নাম্বারটি অবৈধ বলে মনে করা হবে। এই আইনের অন্যান্য যেসব নিয়ম তা মানা হবে। ধরে নেওয়া হবে ওই গ্রাহকের প্যান বরাদ্দের জন্য আবেদন করেননি।
তবে বছরের শেষ দিনের শুরুর সাতসকালেই এলো সুখবর। শুধু সুখবর নয় সেসকল মানুষের জন্য দারুণ খবর যাঁরা এখনও আধার-প্যান লিঙ্ক করাতে পারেননি। আধার-প্যান লিঙ্ক করানোর সময়সীমা আরও ৩ মাস বাড়ানাে হলাে। আধার-প্যান লিঙ্কের সময়সীমা বাড়িয়ে ২০২০-র ৩১ শে মার্চ পর্যন্ত করা হয়েছে। এই নিয়ে ৮ বার আধার-প্যান লিঙ্কের সময়সীমা বাড়াল কেন্দ্রীয় বোর্ড অফ ডিরেক্টর ট্যাক্সেস। আগামী ১ লা এপ্রিল থেকে আয়কর রিটার্ন ফাইল করার ক্ষেত্রে আধার-প্যান লিঙ্ক বাধ্যতামূলক বলে জানানো হয়।
অর্থ বিল অনুসারে, আধারের সাথে লিঙ্ক না করানো প্যান কার্ডগুলি ৩১ শে মার্চের পরে বাতিল হতে পারে। আর এক্ষেত্রে আয়কর বিভাগ এরকম নিষ্ক্রিয় প্যান কার্ডগুলি আবার চালু করার অনুমতি নাও দিতে পারে। তবে এই বিষয়ে যেহেতু স্পষ্ট কোনো ঘোষণা না থাকায় লিঙ্ক করিয়ে নেওয়াটাই ভালো বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বর্তমান আইন অনুসারে গ্রাহককে প্যানের পরিবর্তে আপনার আধার নম্বরটি ব্যবহার করতে হয়। ফলে গ্রাহক যদি আধার কার্ডের সাথে প্যানের সাথে লিঙ্ক না করিয়ে আয়কর রিটার্নের আবেদন করেন সেক্ষেত্রে গ্রাহককে একটি নতুন প্যান কার্ড সু-মোটো দেওয়া হতে পারে।
The due date for linking of PAN with Aadhaar as specified under sub-section 2 of Section 139AA of the Income-tax Act,1961 has been extended from 31st December, 2019 to 31st March, 2020.
Notification no.107 of 2019 dated 30/12/2019 issued by CBDT.— Income Tax India (@IncomeTaxIndia) December 30, 2019
প্যান কার্ডের সাথে কিভাবে অধার লিঙ্ক করাবেন-
আয়কর ই-ফাইলিং পোর্টালের মাধ্যমে অথবা এসএমএসের মাধ্যমেও প্যানের সাথে আধার লিঙ্ক করাতে পারেন। ই-ফাইলিং পোর্টালের বাঁ দিকে একটি ‘Link Aadhaar’ অপশন রয়েছে, যেখানে প্রক্রিয়াটি শেষ করতে আপনাকে প্যান, আধার নম্বর ও নাম দিতে হবে। এরপর আপনার মোবাইল ফোনে প্রেরিত কোনও ওটিপির মাধ্যমে সেটি যাচাই করা হবে।
এছাড়া গ্রাহকরা নিম্নলিখিত ফরম্যাট, ইউআইডিপিএন (স্পেস) (১২ ডিজিট আধার) (স্পেস) (১০ ডিজিটের প্যান) লিখে ৫৬৬৬৭৮ বা ৫৬১৬১ নম্বরে এসএমএসও পাঠাতে পারেন।
প্যানের সাথে আধার লিঙ্ক করার জন্য, আপনার নাম, লিঙ্গ এবং জন্ম তারিখ উভয় নথিতে একই হওয়া উচিত।
আধারের মূল তথ্যটির সাথে আধার নামের সাথে কোনও ছোটখাটো অমিলের ক্ষেত্রে, আধারের সাথে রেজিস্টার মোবাইলে একটি OTP (আধার ওটিপি) পাঠানো হবে।
যদি গ্রাহকের আধার কার্ডের নামটি প্যানে উল্লিখিত নামের থেকে সম্পূর্ণ আলাদা হয়, সেক্ষেত্রে লিঙ্ক ব্যর্থ হবে ও আপনাকে নাম বা প্যান ডাটাবেসে নাম পরিবর্তন করতে অনুরোধ করা হবে।