ব্যাঙ্ক হোক বা পোস্ট অফিস, অ্যাকাউন্টে টাকা লেনদেনের ক্ষেত্রে জারি নতুন নিয়ম

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে ব্যাংক অ্যাকাউন্ট নেই এমন নাগরিক খুঁজে পাওয়া মুশকিল। পাশাপাশি এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেই এখন সবচেয়ে বেশি লেনদেন শুরু হয়েছে। কারণ নগদ ভুলে এখন অধিকাংশ মানুষ ঝুঁকছেন ডিজিটাল লেনদেনের দিকে। এমত অবস্থায় ব্যাংক অ্যাকাউন্টে টাকা লেনদেনের ক্ষেত্রে নতুন নিয়ম জারি হল।

Advertisements

এখনো পর্যন্ত বহু গ্রাহক লক্ষ্য করা যায় যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেও সেই অ্যাকাউন্টের সঙ্গে প্যান নম্বর লিঙ্ক নেই। অথচ তারা ব্যবসা থেকে শুরু করে ব্যক্তিগত নানান লেনদেন করে থাকেন। এবার সেই সকল গ্রাহকদের জন্য জারি করা হয়েছে এই নিয়ম।

Advertisements

সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টর, ইনকাম ট্যাক্স রুল ২০২২ এই নতুন নিয়ম জারি করার কথা ঘোষণা করেছে। নতুন নিয়ম অনুসারে নির্দিষ্ট কিছু লেনদেনের ক্ষেত্রে প্যান অথবা আধার নম্বর বাধ্যতামূলক। নতুন নিয়ম অনুসারে কোন ব্যক্তি বছরে যদি ব্যাঙ্ক অথবা পোস্ট অফিস বা একাধিক অ্যাকাউন্ট থেকে বছরে ২০ লক্ষ টাকা বা তার বেশি লেনদেন করেন তাহলে তাকে বাধ্যতামূলক ভাবে জমা করতে হবে প্যান নম্বর বা আধার নম্বর।

Advertisements

এছাড়াও কোন গ্রাহক যদি কোন ব্যাঙ্ক, পোস্ট অফিস অথবা সমবায়ে কারেন্ট অ্যাকাউন্ট বা ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট খোলেন তাহলে তাকে বাধ্যতামূলক ভাবে জমা দিতে হবে প্যান নম্বর অথবা আধার নম্বর। পাশাপাশি বায়োমেট্রিক তথ্য পাঠাতে হবে ইনকাম ট্যাক্স অথবা ডিরেক্টর জেনারেল অফ ইনকাম ট্যাক্সে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোন ব্যক্তি যদি এই ধরনের লেনদেন করতে চান তাহলে লেনদেনের অন্ততপক্ষে ৭ দিন আগে প্যান নম্বর সংক্রান্ত আবেদন জানাতে হবে। এছাড়াও কোন ব্যক্তি যদি একদিনে পঞ্চাশ হাজার টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা করেন তাহলেও তাকে প্যান নম্বর দিতে হবে।

Advertisements