Panchayat workers of West Bengal will be benefited by new health scheme: পশ্চিমবঙ্গ রাজ্যে বসবাসকারী সমাজের বিভিন্ন স্তরের সাধারণ মানুষরা যাতে নানা ভাবে উপকৃত হয় সেদিকে নজর রাখতে বিশেষ তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও একটি নতুন সিদ্ধান্ত গ্রহণ করলেন যার ফলে মুখে হাসি ফুটছে রাজ্য সরকারের অধীনে কর্মরত ব্যক্তিদের একাংশের। গত বুধবার রাজ্যের বিভিন্ন সুবিধা ও অসুবিধা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অনুষ্ঠিত হয়ে গেল একটি বৈঠক। এই বৈঠকেই রাজ্যের মানুষদের সুবিধা প্রদান করতে আরও বিভিন্ন ধরনের নতুন সুযোগ সুবিধা চালু করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন সিদ্ধান্ত অনুসারে রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার অধীনে কর্মরত সমস্ত কর্মী এবার থেকে সরকারি স্বাস্থ্য বিমার সুবিধা লাভ করবেন (Health Scheme in West Bengal।
রাজ্যের অন্যান্য সমস্ত সরকারি কর্মচারীরা এতদিন পর্যন্ত স্বাস্থ্য বিমার সুবিধা উপভোগ করলেও ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার কর্মীরা এই সুবিধা থেকে এতদিন বঞ্চিত ছিলেন। তাদের তরফ থেকে দীর্ঘদিন ধরে দাবি জানানো হচ্ছিল তাদেরকেও এই স্বাস্থ্য বিমার আওতায় অন্তর্ভুক্ত করার জন্য। এই প্রসঙ্গে তাদের সংগঠন বারবার আবেদন জানিয়েছিল মুখ্যমন্ত্রী দরবারে। অবশেষে তাদের এই দাবিকে মান্যতা দিয়ে মুখ্যমন্ত্রী তাদেরকেও স্বাস্থ্য বিমার সুবিধা প্রদান করার ঘোষণা করলেন। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের পর স্বাভাবিক ভাবেই হাসি ফুটেছে রাজ্যের বিভিন্ন প্রান্তের পঞ্চায়েত কর্মীদের মুখে। নতুন ঘোষণা অনুসারে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার তিনটি স্তর অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে কর্মরত সমস্ত ব্যক্তিরাই এই সুবিধা (Health Scheme in West Bengal) উপভোগ করতে পারবেন।
জানা গিয়েছে, সব সরকারি স্বাস্থ্য বিমা প্রকল্পে মোট ১৭টি জটিল ব্যাধি স্থান পেয়েছে। এই সমস্ত অসুখগুলির চিকিৎসা করাতে রাজ্য সরকারি কর্মীরা স্বাস্থ্য বীমাকে (Health Scheme in West Bengal) কাজে লাগাতে পারবেন। যে ক্ষেত্রে এই স্বাস্থ্য বীমা কার্যকর হবে সেগুলি হল দুর্ঘটনায় জখম, হেপাটাইটিস বি ও সি, যক্ষা, ম্যালিগন্যান্ট ডিসিজ, ইনসুলিন নির্ভর ডায়াবেটিস, থ্যালাসেমিয়া, কিডনি বিকল, লিভারের অসুস্থতা, রুট ক্যানাল ট্রিটমেন্ট, বাত, কোভিড-১৯, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া ইত্যাদি। এই রোগগুলির চিকিৎসার সুবিধাগুলি পাওয়ার পাশাপাশি স্বাস্থ্য বিমার অধীনে আরও একটি বিশেষ সুবিধা লাভ করবেন সরকারি কর্মীরা। সরকারি ঘোষণা অনুসারে জানা গেছে যদি কোনো রোগের চিকিৎসা করতে গিয়ে তারা স্বাস্থ্য বিমার অধীনে অন্য কোনো রোগের চিকিৎসা করিয়ে নিতে চান সেক্ষেত্রেও নির্বিঘ্নে তারা এটি সম্পন্ন করতে পারবেন।
আরও পড়ুন ? পঞ্চায়েতে কাটমানির দিন শেষ! মোদি সরকার নিয়ে এলো মোক্ষম উপায়
শুধুমাত্র চিকিৎসা করানোর ক্ষেত্রেই নয়, বিভিন্ন ধরনের ওষুধ পাওয়ার ক্ষেত্রেও এই স্বাস্থ্য বিমা সরকারি কর্মীদের বিশেষ ভাবে উপকৃত করবে (Health Scheme in West Bengal)। সরকারি নির্দেশিকা অনুসারে জানা গেছে স্বাস্থ্য বিমার আওতায় সুবিধা প্রাপ্তরা ক্যালসিয়াম, ভিটামিন ইত্যাদি বিভিন্ন ধরনের ওষুধের দাম পাবেন। তবে এই ওষুধগুলি পেতে অবশ্যই কোনো ডাক্তারের প্রেসক্রিপশন থাকা জরুরী। পশ্চিমবঙ্গ সরকারের অধীনে থাকা সমস্ত পঞ্চায়েতের কর্মীরা এই স্বাস্থ্য বিমায় অন্তর্ভুক্ত হওয়ার পর স্বাভাবিক ভাবেই তারা অনেক বেশি উপকৃত হবেন বলে আশা করা যাচ্ছে।
জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর প্রায় ৩০ হাজারেরও বেশি পঞ্চায়েত কর্মী ক্যাশলেস চিকিৎসা বিমার সুবিধা উপভোগ করতে পারবেন। মাত্র কদিন আগেই মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন, আর এবার পঞ্চায়েত কর্মীদের স্বাস্থ্য বিমার আওতায় আনার ঘোষণার পর রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার কর্মীরা স্বাভাবিক ভাবেই উপকৃত হবেন, সে কথা আর বলার অপেক্ষা রাখে না।