Pang Dong Lai: ৭ ঘন্টা কাজ, মন খারাপ থাকলে আবার ছুটি! এই সংস্থা কর্মীদের দিচ্ছে রাজার মতো সুযোগ-সুবিধা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Pang Dong Lai offers employees royal privileges in workplace: সমস্যাহীন জীবন হয় না। প্রত্যেক ব্যক্তি কোনো না কোনো সমস্যা বা অশান্তিতে জর্জরিত। কারোর পারিবারিক সমস্যা তো কারোর আর্থিক সমস্যা। তবে কেউই চায় না তাদের ব্যক্তিগত এই সমস্যার প্রভাব কাজের জায়গায় পড়ুক। কারণ কাজ নষ্ট হয়ে যেতে পারে। তবে এমন এক সংস্থা রয়েছে যেখানে কোনো সমস্যা বা মন খারাপ হলে অতিরিক্ত ছুটি পাওয়া যায়। যে সংস্থা হল প্যাং ডং লাই (Pang Dong Lai)। শুধু ছুটি নয়, এই সংস্থার রয়েছে আরো বেশ কিছু নিয়ম। যা কর্মীদের সুযোগ-সুবিধা দেয়।

Advertisements

প্যাং ডং লাই কী? এই প্যাং ডং লাই (Pang Dong Lai) হল চীনের একটি ছোটখাটো কোম্পানি। যে কোম্পানি কর্মীদের খুশি রাখতে অত্যাধুনিক সুযোগ-সুবিধা প্রদান করে। সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইউ ডং লাই সবসময় চেষ্টা করেন কর্মীদের কাজ এবং ব্যক্তিগত জীবনের দূরত্ব বজায় রাখতে। যার জন্য চালু করেছেন এক নতুন ধরনের ছুটি। যেখানে কর্মীদের মন খারাপ হলে বা শারীরিক অসুস্থতা হলে অতিরিক্ত ১০ দিনের ছুটি নিতে পারেন।

Advertisements

মূলত কোম্পানির কর্মীর জন্য আনহ্যাপি লিভ অফার করছে এই চীনা সংস্থা। এর ফলে কোনো কর্মী মানসিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে কিছুদিনের জন্য ছুটি নিতে পারেন। আর তার জন্য এই আনহ্যাপি লিভ-এ আবেদন করতে পারেন। তবেই সেই ব্যক্তিকে সবেতন ছুটি দেবে কোম্পানি তরফে। এই ধরনের ছুটি চালু করার বিষয়ে কোম্পানি তরফে জানানো হয়েছে, সবসময় কর্মীদের মন এবং শরীর ভালো থাকে না। কোনো না কোনো কারণে শারীরিক অসুস্থতা দেখা যায় তো আবার মানসিক। এক্ষেত্রে কর্মীদের থেকে ভালো কাজ পাওয়া যায় না। কর্মীরা যাতে সুখে-শান্তিতে থাকতে পারে। কাজের পাশাপাশি জীবনে সুখ-শান্তি পায় সেই কথা মাথায় রেখেই এই ছুটি চালু করেছেন চীনা সংস্থা প্যাং ডং লাই। তাদের উক্তি, কর্মীদের শরীর ও মন ভালো থাকলে কোম্পানির অগ্রগতি ঘটবে।

Advertisements

আরও পড়ুন ? School Summer Vacation: এগিয়ে এলো গরমের ছুটি, বিজ্ঞপ্তি জারি করে দিল শিক্ষা দপ্তর, কবে ফের খুলবে স্কুল!

সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই খুচরা কোম্পানির বস এবং সংস্থার পলিসি সম্পর্কিত তথ্য। যা শুনে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। কারো কারো ইচ্ছা এই কোম্পানিতে কাজ করার। যার ফলে তারা সুখ সম্মান দুটোই পাবে। আবার কারো উক্তি সারাদেশেই এমন বস এবং পলিসি হওয়া উচিত।

তবে শুধু এই অতিরিক্ত ১০ দিনের ছুটি নয়, কাজ করার সময়ও খুব কম। এই সংস্থায় সারাদিনে ৭ ঘন্টা কাজ করতে হয়। সপ্তাহের শেষে ২দিন করে ছুটি পাওয়া যায়ঌ এছাড়াও বছরে ৩০ থেকে ৪০ টা ছুটি পান এই সংস্থার কর্মীরা। বলা যায় চীনা সংস্থা প্যাং ডং লাইয়ের (Pang Dong Lai) কর্মীরা আরামে চাকরি করে।

Advertisements