নিজস্ব প্রতিবেদন : আসমুদ্র হিমাচল এখন অন্যতম জনপ্রিয় গান হল শ্রীলঙ্কার ২৮ বছর বয়সী তরুণীর গাওয়া গান ‘মানিকে মাগে হিথে’। শ্রীলঙ্কার এই গায়িকা ইয়োহানি ডি’সিলভা রাতারাতি এই গানের দৌলতে তারকায় পরিণত হয়েছেন। পাশাপাশি তার এই গানের দৌলতে রোজগার পৌঁছে গেছে লক্ষ থেকে কোটিতে।
অন্যদিকে বাংলা ডান্স বাংলা ডান্স জুনিয়র-এর অন্যতম চর্চিত মুখ হলো পান্তাভাতের কুন্ডু। পান্তাভাতের কুন্ডুর ভাল নাম হল দীপান্বিতা কুন্ডু। তবে তার নাচে মুগ্ধ হয়ে তার এমন নাম রেখেছিলেন ডান্স গুরু মিঠুন চক্রবর্তী। তখন থেকেই তিনি এই নামেই সর্বজন বিদিত। আর এই দুই চর্চিত অর্থাৎ দীপান্বিতা কুন্ডু এবং ‘মানিকে মাগে হিথে’ মিলেমিশে একাকার।
দীপান্বিতা কুন্ডু তার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত নিজের বিভিন্ন ভিডিও আপলোড করে থাকে। এই সকল ভিডিও হয়ে থাকে সাজগোজ, রান্নাবাটি এবং আরও অন্যান্য নাচ গানের। আর এবার সেই ইউটিউব চ্যানেলে দীপান্বিতা ‘মানিকে মাগে হিথে’ গানে নিজের নাচের ভিডিও আপলোড করলেন।
তবে এই ‘মানিকে মাগে হিথে’ গানের সঙ্গে সংযুক্ত হয়েছে তোমার ঘরে বসত করে কয় জনা’, ‘তোমায় হৃদ মাঝারে রাখব’-র মতো গান। আর এই তিন গানের সংমিশ্রণেই তৈরি হয়েছে নতুন রিমেক। যাতেই দীপান্বিতা কুন্ডু চুটিয়ে নেচেছেন।
শ্রীলঙ্কার এই গায়িকার সিংহলি ভাষায় গাওয়া গান ‘মানিকে মাগে হিথে’ আপাতত ভাইরাল। এই গানের ভাষা অনেকের কাছে বোধগম্য না হলেও গানের সুর ও তাল মন জয় করেছে আমজনতার। আর এই গানের সঙ্গে তালে তাল মেলাতে দেখা যাচ্ছে ছোট-বড় সাধারণ মধ্যবিত্ত থেকে সেলিব্রেটিদেরও। সম্প্রতি সেই তালিকায় নাম লেখালেন দীপান্বিতা কুন্ডু।
দীপান্বিতা কুন্ডুর ‘মানিকে মাগে হিথে’ গানের নাচের ভিডিওটি শুট করা হয়েছে কোন একটি বাগানে। যেখানে তাকে লালচে কমলা শাড়ী পরে চুটিয়ে নাচতে দেখা যায়। আর তার এই নাচ দেখে অনেকেই তার প্রশংসায় পঞ্চমুখ।