Kolkata metro ticket: বদলে গেল মেট্রোর টিকিট! নতুন টিকিটে থাকছে এই সব সুবিধা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Paper tickets with QR Code can now be seen in Metro: অবশেষে কলকাতা মেট্রো (Kolkata metro ticket) নিল এক অন্যরকম পদক্ষেপ, কিউআর কোডযুক্ত কাগজের টিকিট পাওয়া যাবে কলকাতা মেট্রোতে। ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোরের শিয়ালদা স্টেশনে পূর্ব নির্ধারিত সময়সূচী মেনেই চালু করা হয় এই ধরনের টিকিট ব্যবস্থা। যাত্রীদের কাছে এটি এক অভিনব পাওনা। কিন্তু কেবলমাত্র শিয়ালদহ মেট্রো স্টেশনের কাউন্টার থেকে এই পেপার বেসড QR Code টিকিট কেটে ইস্ট-ওয়েস্ট করিডোরের যে কোন স্টেশনেই যাত্রীরা ইচ্ছামত ভ্রমণ করতে পারবেন। নতুন ধরনের এই টিকিট জনগণের মধ্যে জনপ্রিয়তা লাভ করবে এমনটাই আশা করছে মেট্রো কর্তৃপক্ষ।

Advertisements

একদম নতুন ধরনের এই চিন্তাভাবনা বাস্তবায়িত করেছে সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস। তবে মেট্রো কর্তৃপক্ষ আশা রাখছে যে, ইস্ট-ওয়েস্ট মেট্রোতে যদি পেপার বেসড QR কোড টিকিট সিস্টেম (Kolkata metro ticket)সফলতা লাভ করে তাহলে আস্তে আস্তে কবি সুভাষ-দক্ষিণেশ্বর এবং জোকা-তারাতলা লাইনেও এই ধরনের টিকিট চালু করা হবে। উদ্বোধনের দিন দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে বিকেল ৩টে পর্যন্ত বিক্রি করা হয় এই টিকিট। প্রথম দিনে ৫২২টি এই টিকিট বিক্রি করা হয়েছে। যাত্রীদের কাছ থেকে প্রথম দিনেই ভালো সাড়া পাওয়া গেছে।

Advertisements

নতুন ধরনের এই টিকিট সিস্টেমকে (Kolkata metro ticket) সফলতা দিতে গ্রিন লাইনের বিভিন্ন স্টেশনের সমস্ত AFC-PC গেট আপগ্রেড করা হয়েছে। প্রথমে এই ব্যবস্থা পরীক্ষামূলকবাবে চালু করা হয়েছে। প্রথমে পর্যবেক্ষণ করা হবে এই নতুন ব্যবস্থায় যাত্রীরা কেমন সাড়া দিচ্ছে। সবদিক থেকে সফলতা পেলে তবেই করিডোরের গোটা অংশ জুড়ে পেপার বেসড কিউআর কোডযুক্ত টিকিট কার্যকর করা হবে, এমনটাই সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

Advertisements

সম্প্রতি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO-র চন্দ্রযান-৩ এর সাফল্যকে উদযাপন করতেই মেট্রো কর্তৃপক্ষ নতুন টোকেন লঞ্চ করেছে। মেট্রোর চিফ অপারেশনাল ম্যানেজার সৌমিত্র বিশ্বাস নতুন ধরনের এই টোকেন উদ্বোধন করেছেন। নতুন ধরনের এই টোকেন যেকোন টিকিট কাউন্টার থেকে পাওয়া যাবে এবং কলকাতা মেট্রোর তিনটি লাইনেই পাওয়া যাবে এই নয়া টোকেন। পুজোর সময় যাতে এই টোকেনের মাধ্যমে যাত্রীরা ভ্রমণ করতে পারে তেমনটাই আশা রাখছে মেট্রো কর্তৃপক্ষ।

কলকাতা মেট্রোকে উন্নতভাবে সাজিয়ে তুলতে যথেষ্ট চেষ্টা করা হচ্ছে। উন্নয়নের দিক থেকে একের পর এক বড় পদক্ষেপ নিচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। নতুন ধরনের এই টিকিট ব্যবস্থা (Kolkata metro ticket) কিন্তু এরই একটা অংশ। এছাড়া মেট্রোকে বিস্তারিত করার জন্য একের পর এক করিডোরে চলছে জোর কদমে কাজ। ইস্ট-ওয়েস্ট, জোকা-তারাতলা, ও নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডোরে চলছে সম্প্রসারণের কাজ। মেট্রো কর্তৃপক্ষ আশাবাদী যে, সমস্ত কাজ শেষ হলে যাত্রীদের পক্ষে আরো সুবিধা হবে।

Advertisements