২৭ বছর ধরে একই দাম রাখার পর অবশেষে দাম বাড়ালো Parle-G

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : Parle-G কেবলমাত্র একটি নাম অথবা বিস্কুট নয়। এই Parle-G -র সঙ্গে জড়িয়ে রয়েছে আবেগ। শত শত স্কুল পড়ুয়াদের স্কুলের টিফিন এই Parle-G বিস্কুট। এমনকি সময়ে অসময়ে ক্ষুধা নিবারণের জন্য এই বিস্কুট হয়ে ওঠে একমাত্র সম্বল। এইভাবেই এই Parle-G ২৮ বছর ধরে মানুষের জনজীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে।

Advertisements

তবে উল্লেখযোগ্য বিষয় হলো বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারেও ১৯৯৪ সালে পথচলা শুরু করা এই বিস্কুটের দাম বৃদ্ধি পায় নি। ২৭ বছর ধরে এই বিস্কুট একই দামে বিক্রি হয়ে থাকলেও অবশেষে এই সংস্থার তরফ থেকে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘ এত বছর এই বিস্কুটের প্যাকেটের দাম বাড়লো মাত্র ১ টাকা। দাম বাড়ালেও তার স্বল্প পরিমাণে বেড়েছে বলে স্বস্তি Parle-G প্রেমীদের মধ্যে।

Advertisements

তবে প্রশ্ন হল এত দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারেও কিভাবে Parle-G নিজেদের দাম একই ধরে রাখতে সম্ভব হলো। জানা যাচ্ছে, ১৯৯৪ সাল থেকে এই বিস্কুটের ছোট প্যাকেটের দাম ছিল ৪ টাকা। ২০২১ সাল পর্যন্ত এর দাম বৃদ্ধি না পেলেও ২০২২ সালে দাম বাড়ানো হয় ১ টাকা। দাম বৃদ্ধির পর বর্তমানে এর ছোট প্যাকেটের দাম দাঁড়িয়েছে ৫ টাকা।

Advertisements

তবে এত বছর ধরে দাম বৃদ্ধি না করলেও Parle-G তাদের ছোট প্যাকেটের এই বিস্কুটের ক্ষেত্রে অন্য নীতি অবলম্বন করেছিল। প্রথম যখন এই বিস্কুট বিক্রি শুরু হয় তখন এক প্যাকেটে ১০০ গ্রাম বিস্কুট দেওয়া হতো। পরে ওজন কমিয়ে ১০০ গ্রাম থেকে করা হয় ৯২.৫ গ্রাম। এরপর আবার তা কমিয়ে করা হয় ৮৮ গ্রাম।

বর্তমানে Parle-G -র যে ৫ টাকার প্যাকেট পাওয়া যায় তাতে ৫৫ গ্রাম বিস্কুট পাওয়া যায়। এই হিসাব অনুযায়ী দেখা যাচ্ছে শুরু থেকে ৪৫ শতাংশ বিস্কুট কমিয়েছে সংস্থা। তবে তাহলেও Parle-G বিস্কুট এখনো পর্যন্ত মানুষের আবেগের সঙ্গে জড়িয়ে রয়েছে। এখনো গ্রামাঞ্চলে অনেক বাড়িতে সকালে চায়ের টেবিলে এই বিস্কুট দেখা যায়।

Advertisements