গ্রেপ্তার হলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : এসএসসি দুর্নীতি কাণ্ডে শুক্রবার ইডি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জির বাড়িতে হানা দেয়। দফায় দফায় এই জিজ্ঞাসাবাদের পর অবশেষে শনিবার তাকে গ্রেপ্তার করা হলো। তাকে গ্রেপ্তার করার পাশাপাশি তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কেও আটক করেছে ইডি।

এসএসসি দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় অভিযুক্ত হওয়ার পর থেকেই দফায় দফায় সিবিআই তাকে জেরা করে। দফায় দফায় জেরা করার সময় থেকেই মনে করা হচ্ছিল তাকে গ্রেফতার করা হবে। যদিও সিবিআইয়ের মুখোমুখি হয়ে জেরার সময় তিনি রক্ষা পান। তবে সেই রক্ষা হলো না শেষ পর্যন্ত।

শুক্রবার সাতসকালেই পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে হানা দেয় ইডি। সেখানে হানা দেওয়ার পর চলে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। এরই মধ্যে ইডি থানা দেয় পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে। সেখান থেকে উদ্ধার হয় ২০ কোটি টাকা নগদ, বিদেশি সোনা ও মুদ্রা, ২০টি স্মার্টফোন সহ অন্যান্য নথি। এই বিপুল পরিমাণ টাকা ও অন্যান্য নথি বাজেয়াপ্ত করা হয় এবং শেষমেষ শনিবার পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়।

পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করার পর তাকে সিজিও কমপ্লেক্সে আনার ব্যবস্থা করে ইডি। তবে এরই মধ্যে বারবার অসুস্থতা বোধ করায় পার্থ চট্টোপাধ্যায়ের চিকিৎসার ব্যবস্থা করছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকে এম হাসপাতাল নিয়ে যাবে বলেই জানা গিয়েছে। তার শারীরিক পরীক্ষা করানোর পর আজই তাকে আদালতে তোলা হবে বলেও জানা যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে।

অন্যদিকে এই ঘটনার পর তীব্র কটাক্ষ করতে শুরু করেছেন বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীরা। তাদের তরফ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে, পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ মডেল অভিনেত্রীর বাড়ি থেকে যে বিপুলসংখ্যক টাকা পাওয়া তা টাকা নয়, তা রাজ্যের বেকার যুবক-যুবতীদের চোখের জল, দুস্থ দরিদ্র মানুষের রক্ত জল করা টাকা।