অর্পিতার ফ্ল্যাটে কাঁড়ি কাঁড়ি টাকা কোত্থেকে এলো! মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

নিজস্ব প্রতিবেদন : নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হাত ধুয়ে নামতেই একের পর এক প্রভাবশালী ব্যক্তিদের নাম উঠে আসছে। শুধু নাম উঠে আসা নয় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chattopadhyay), তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukhopadhyay)।

পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় ছাড়াও এই মামলায় গ্রেপ্তার হয়েছেন মানিক ভট্টাচার্য। সম্প্রতি আবার এই মামলায় গ্রেপ্তার হতে দেখা গিয়েছে মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে (Jiban Krishna Saha)। এই সকল প্রভাবশালী ব্যক্তিদের গ্রেপ্তার হওয়ার পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা যাচ্ছে, নগদ উদ্ধার হয়েছে প্রায় ১১৯ কোটি টাকা।

বিপুলসংখ্যক এই টাকা নিয়োগ দুর্নীতি কাণ্ডে লেনদেন হয়েছে এবং এই টাকার পরিমাণ ২৫০ কোটি টাকার বেশি বলে জানা যাচ্ছে। উল্লেখযোগ্য বিষয় হল বিপুল পরিমাণ উদ্ধার হওয়া এই টাকার মধ্যে বড় অঙ্কের টাকা উদ্ধার হয়েছে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাট থেকে। এই বিপুল টাকার উৎস নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়।

সোমবার আদালত থেকে বার হওয়ার সময় পার্থ চট্টোপাধ্যায় এই প্রশ্নের মুখোমুখি হন। তিনি এই প্রশ্নের মুখোমুখি হয়ে উত্তরের শুধু একটি কথায় বলেন, “খুঁজে বার করুন”। এর আগেও একাধিকবার তিনি এই প্রশ্নের সম্মুখীন হলেও টু শব্দটুকু করেননি। এসবের পরিপ্রেক্ষিতে এবার পার্থ চট্টোপাধ্যায়ের মুখ থেকে এমন মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

এর পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায় এদিন ফের একবার দাবি করেন, নিয়োগ দুর্নীতি কাণ্ডে তিনি কোনভাবেই জড়িত নন। তার কথা অনুযায়ী, ‘মন্ত্রীর কোনও ভূমিকা নেই। প্রতিটি সংস্থা বোর্ড দ্বারা পরিচালিত। এখানে মন্ত্রীর কোনও ভূমিকা নেই আইনগতভাবে। নিয়োগকর্তাও মন্ত্রী নেই।’