ছুটি কাটিয়ে বিশ্ববিদ্যালয়ে পার্থ ঘনিষ্ঠ অধ্যাপিকা মোনালিসা! কি বললেন জানেন

নিজস্ব প্রতিবেদন : শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর উঠে আসে আরও এক নাম মোনালিসা দাস। তিনি পার্থ ঘনিষ্ঠ বলেই চারদিকে রব ওঠে। এমনকি ঘটনার পর থেকেই ছুটিতে ছিলেন এই আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান। প্রায় একমাস ছুটি কাটিয়ে সোমবার তাকে দেখা যায় কলেজে।

প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তার হওয়ার পর এই অধ্যাপিকার বিরুদ্ধে নিয়োগ এবং দাপট নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে সোমবার বিশ্ববিদ্যালয়ে ফিরলে অর্পিতা প্রসঙ্গে প্রশ্ন উঠতেই তার সপাটে জবাব, ‘আমি অর্পিতা মুখোপাধ্যায় নামে কাউকে চিনি না, জানিও না। আর আমাকে ইডি কখন তলবও করেনি। ইডির নোটিশের কোনও প্রশ্নই নেই।’

অধ্যাপিকা মোনালিসা দাস নিজেকে শিক্ষিত পরিবারের সদস্য এবং সৎ শিক্ষিকা বলে দাবি করেছেন। এর পাশাপাশি তার বিরুদ্ধে যে সকল অভিযোগ উঠেছে সেই সকল অভিযোগকে তিনি অবান্তর বলেও দাবি করেছেন। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তার যে নাম জড়াচ্ছে সেই প্রশ্ন করা হলে অবশ্য তিনি বলেন, ‘এই নিয়ে কিছু বলতে পারব না।’

বিশ্ববিদ্যালয়ের তরফ থেকেও যে সকল অভিযোগ তোলা হয়েছিল অধ্যাপিকা মোনালিসা দাসের বিরুদ্ধে সেই সকল অভিযোগকেও তিনি ভিত্তিহীন বলেই দাবি করেছেন। তবে প্রশ্ন হল ঘটনার পর থেকেই কেন এই অধ্যাপিকাকে বিশ্ববিদ্যালয়ে দেখা গেল না? এতদিন তিনি কোথায় ছিলেন? তাহলে কি তিনি এড়িয়ে চলছিলেন?

এসবের উত্তরে তিনি জানান, “আমি পারিবারিক কাজে ব্যস্ত ছিলাম। সেই সময় অসুস্থ থাকায় কাজ থেকে অব্যাহতি নিয়েছিলাম। আমার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন। অবান্তর।” অন্যদিকে বোলপুরে পার্থ চট্টোপাধ্যায়ের যে বাগানবাড়ি রয়েছে সেই বাগানবাড়ি দেখভালের দায়িত্ব নাকি ছিল মোনালিসা দাসের এমনই শোনা যাচ্ছিল! এই প্রসঙ্গে অবশ্য তাকে প্রশ্ন করা হলে তিনি কোন উত্তর দিতে চাননি।