শাড়ি পরে পারুলের ব্যাকফ্লিপ, প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা

Sangita Chowdhury

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : চাইনা অ্যাপ্লিকেশন টিকটক ভারত থেকে কোটি কোটি টাকা উপার্জন করতো। ভারতের অসংখ্য মানুষ এই অ্যাপটি ব্যবহার করতেন। ভারতের অনেকেই এই অ্যাপের থেকে রোজগার করতেন। অনেকে এই অ্যাপের সুবাদেই পরিচিতি লাভ করেন। কিন্তু গালওয়ান উপত্যকায় ভারত-চীন সীমান্তে সংঘাতের পর ভারত এই অ্যাপ নিষিদ্ধ করে দেন। ভারতের টিকটক তারকারা তখন কর্মহীন হয়ে পড়েন।

Advertisements

এখন টিকটকের সেই সকল কর্মহীন তারকাদের কথা ভেবে এবং সর্বোপরি টিকটকের‌ অভাব পূরণ করতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নতুন কতগুলি ভিডিও তৈরির ফিচার এনেছে।

Advertisements

এইসকল প্ল্যাটফর্মগুলির মধ্যে ইনস্টাগ্রাম রিল হয়ে উঠেছে বেশ জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম। সম্প্রতি ফিটনেস মডেল পারুল অরোরা ইনস্টাগ্রামে একটি ভিডিও বানিয়েছেন। আর সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে করতেই মুহূর্তের মধ্যে ভাইরাল গেছে।

Advertisements

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, পারুল নীল রঙের একটি শাড়ি পড়ে আছেন। এই ভিডিওটিতে তার সাথে আর একজন ব্যক্তি আছেন। এরপর দুজনে একসাথে ব্যাকফ্লিপ করলেন।

ভিডিওটি শেয়ার করার সময় ক্যাপশনে নেটাগরিকদের উদ্দেশ্যে পারুল প্রশ্ন তুলেছেন যে, ‘Who can do stunt in saree’ অর্থাৎ ‘শাড়ি পরে এই স্টান্ট কে করতে পারবেন?’

শাড়ি পড়ে এরকম অসাধারণ স্টান্ট করে সকলকে অবাক করে দিয়েছেন পারুল।ভিডিওটির কমেন্ট বক্স তাই ভরে গেছে প্রশংসার সূচক শব্দে। ভিডিওটি ইতিমধ্যেই ১০ লাখ ৬৮ হাজারেরও বেশি মানুষ দেখে ফেলেছেন। এই ভিডিওটিতে পারুলকে দেখলে বোঝা যায় যে একজন মডেল সমস্ত রকম পোশাকেই কতটা বলিষ্ঠ হতে পারেন। বলাই বাহুল্য নীল শাড়িতে তার লুকটাই পুরো বদলে গেছে।

Advertisements