নিজস্ব প্রতিবেদন : রাজ্যের খাদ্য দপ্তরের তরফ থেকে পুনরায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে জানা যাচ্ছে, এই কর্মী নিয়োগ করা হবে ব্লক ডেভেলপমেন্ট অফিসে। সম্প্রতি খাদ্য দপ্তরের তরফ থেকে নিয়োগ সংক্রান্ত এই যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে বলা হয়েছে, নিয়োগের জন্য কোনরকম লিখিত পরীক্ষা দিতে হবে না আবেদনকারীদের। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমেই শূন্যপদে নিয়োগ করা হবে।
পাশাপাশি রাজ্য খাদ্য দপ্তরের এই বিজ্ঞপ্তি অনুসারে জানা যাচ্ছে, রাজ্যের যে কোন জেলার যুবক-যুবতীরা এই সকল শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন। রাজ্যের ব্লক ডেভেলপমেন্ট অফিসে ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে এই সকল পদের নিয়োগ করা হবে। মোর শূন্যপদের সংখ্যা ৩২।
এসকল শূন্যপদে আগ্রহী চাকরিপ্রার্থীরা যারা আবেদন করবেন তাদের ন্যূনতম স্নাতক পাস হতে হবে। পাশাপাশি আবেদনকারীদের কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্স নিয়ে সার্টিফিকেট থাকতে হবে। তবে যে সকল চাকরিপ্রার্থীরা কম্পিউটার সাইন্স নিয়ে পড়াশোনা করেছেন এবং দু’বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে তাদের অ্যাপ্লিকেশন কোর্স সার্টিফিকেট থাকা দরকার নেই এবং তাদের অগ্রাধিকার দেওয়া হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীর বয়স ০১.১০.২০২১ এর মধ্যে ১৮ থেকে ৪০ বছর হতে হবে। আবেদনের পর বাছাই করা প্রার্থীদের বেতন হিসেবে মাসে ১৩ হাজার টাকা দেওয়া হবে। এই সকল শূন্য পদে নিয়োগ করা হচ্ছে মেদিনীপুরের বিভিন্ন ব্লকে। ইচ্ছুক চাকরিপ্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আবেদনকারীদের মেদিনীপুরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
অনলাইনে আবেদন হলেও এই সকল শূন্যপদে আবেদনের জন্য কোন ফি নেওয়া হবে না। ইতিমধ্যেই এই সকল শূন্যপদে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদনের শেষ তারিখ ১৫ নভেম্বর ২০২১।