নতুন নিয়মে ফিরছে পাশ ফেল, শিক্ষা দপ্তরের সিদ্ধান্তে শিলমোহর নবান্নের

নিজস্ব প্রতিবেদন : ২০০৯ সালে শিক্ষার অধিকার আইন চালু করা হয়। এই আইনে স্কুলের পরীক্ষায় পাশ ফেল তুলে দেওয়ার কথা বলা হয়। কেন্দ্রীয় এই আইনকে ২০১১ সালের শেষের দিকে মান্যতা দেয় রাজ্য সরকার। রাজ্যের শিক্ষা ব্যবস্থায় পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত তুলে দেয়া হয় পাশ ফেল। যা নিয়ে সেসময় শিক্ষা মহলে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছিল। প্রশ্ন উঠেছিল পক্ষে-বিপক্ষে।

কিন্তু সে সময়ের উঠে যাওয়া পাশ-ফেল অবশেষে আবার ফিরছে আগামী শিক্ষাবর্ষ থেকে। ২০২০ সালের নতুন শিক্ষাবর্ষে এই পাশ ফেলের নতুন নিয়ম চালু হতে চলেছে। শিক্ষা দপ্তরের এই ঐতিহাসিক সিদ্ধান্তকে বৃহস্পতিবার শিলমোহর দিয়েছে নবান্ন। আগামী শিক্ষাবর্ষ থেকে পঞ্চম ও অষ্টম শ্রেণির স্কুল পরীক্ষার ফিরছে পাশ ফেল।

তবে এই নতুন নিয়মে স্কুল পরীক্ষায় পাশ ফেল ফিরছে শুধুমাত্র দুটি ক্লাসে পঞ্চম ও অষ্টম শ্রেণীতে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এই দুটি শ্রেণীতে কেউ ফেল করলে তাকে দুমাস আলাদা করে ক্লাস করিয়ে ফের পরীক্ষা নেওয়া হবে। আর তাতে পাশ করলে তবেই সে পরের ক্লাসে উঠতে পারবে, কিন্তু ফেল করলে থাকতে হবে একই ক্লাসে।

শিক্ষা মন্ত্রী আরও জানান কেন্দ্রের পরামর্শ মেনেই এই দুটি ক্লাসে পাশ ফেল ফেরানোর বন্দোবস্ত করা হয়েছে। এতে শিক্ষার মান বাড়বে।