নিজস্ব প্রতিবেদন : প্রতিদিনই কোটি কোটি যাত্রীদের এক জায়গা থেকে অন্য জায়গা পৌঁছে দিচ্ছে ভারতীয় রেল (Indian Railways)। ভারতীয় রেলের উপর নির্ভর করে যাতায়াত করার ক্ষেত্রে যাত্রীদের কাছে যে জিনিসটি সবচেয়ে আগে থাকা দরকার সেটি হলো কনফার্ম টিকিট (Train Confirmed Ticket)। টিকিট না থাকলে যাত্রীদের রেলের আইন অনুযায়ী জরিমানা থেকে শুরু করে অন্যান্য শাস্তির মুখে পড়তে হয়।
ট্রেনের টিকিট বুকিং করার ক্ষেত্রে রেলের তরফ থেকে অফলাইনের পাশাপাশি অনলাইনের ব্যবস্থা রাখা হয়েছে। এর ফলে যাত্রীরা এখন বাড়িতে বসেই নিজেদের গন্তব্যের জন্য ট্রেনের টিকিট বুকিং করে নেওয়ার পাশাপাশি টিকিট সংক্রান্ত বিভিন্ন তথ্য পেয়ে যান। তবে অনলাইন হোক অথবা অফলাইন, ট্রেনের টিকিটের ক্ষেত্রে সব সময় যে সমস্যা দেখা যায় তা হল ক্রাইসিস।
ভারতে রেল পরিষেবার উপর ভর করে যাতায়াতকারী যাত্রীদের সংখ্যা এতটা বেশি যে বিভিন্ন রুট রয়েছে যেগুলিতে মাস তিনের আগে টিকিট না কেটে রাখলে কনফার্মই হয় না। বিশেষ করে ঘুরতে যাওয়ার মরশুমগুলিতে এমন নানান অসুবিধার সম্মুখীন হতে হয়। তবে আইআরসিটিসির (IRCTC) আবার এমনই এক ব্যবস্থা রয়েছে যে ব্যবস্থার মাধ্যমে ট্রেন ছাড়ার ১০ মিনিট আগেও কনফার্ম টিকিট পাওয়া যেতে পারে। তবে এর জন্য অবশ্যই কপাল থাকতে হবে।
আরও পড়ুন ? Monthly Toll Tax System: টোল প্লাজায় কমে যাবে ভিড়, বারবার টোল দেওয়ার বদলে আসছে নতুন ব্যবস্থা
ট্রেন ছাড়া ১০ মিনিট আগে এমন কনফার্ম টিকিট পাওয়ার সুযোগ পেতে হলে আইআরসিটিসি অ্যাপ অথবা ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে চার্ট ভ্যাকেন্সি নামে যে অপশন রয়েছে তাতে ক্লিক করতে হবে। এরপর সেখানে আপনি যে ট্রেনে সফল করতে চান সেই ট্রেনের নম্বর অথবা নাম দিতে হবে এবং রওনা দেওয়ার দিন ও বোর্ডিং স্টেশনের নাম দিতে হবে, তারপর সার্চ করতে হবে। এক্ষেত্রে যদি কপাল ভালো থাকে তাহলে সিট ফাঁকা পাওয়া যেতে পারে এবং সেখান থেকেই টিকিট বুকিং করতে পারেন যাত্রীরা।
এমন ক্ষেত্রে তখনই টিকিট পাওয়া যায় যখন কোন যাত্রী শেষ মুহূর্তে নিজের সফরের কনফার্ম টিকিট বাতিল করে দেন। এই পরিসেবার ক্ষেত্রে সিট ফাঁকা কেবলমাত্র ট্রেন ছাড়ার ১০ মিনিট আগে থেকেই দেখা যায়। যে কারণে এমন পদ্ধতিতে ট্রেন ছাড়ার ১০ মিনিট আগে কনফার্ম টিকিট পাওয়ার ক্ষেত্রে অবশ্যই অন্য কোন যাত্রীর টিকিট বাতিল নির্ভর করে।