নিজস্ব প্রতিবেদন : ভারতের বড় সংখ্যার মানুষ প্রতিদিন এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করার জন্য ট্রেনের (Train) উপর নির্ভর করে থাকেন। প্রায় প্রতিদিন দু’কোটির কাছাকাছি মানুষ ভারতীয় রেলের (Indian Railways) কাছে ঋণী হয়ে থাকে তাদের পরিষেবার জন্য। যাত্রীরা যেমন রেল পরিষেবার ওপর ভর করে কম খরচে স্বাচ্ছন্দে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে পারেন ঠিক সেই রকমই তাদের রেলের বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়।
রেলের যে সকল নিয়ম রয়েছে তার মধ্যে সবচেয়ে জরুরি নিয়মটি হলো, প্রত্যেক যাত্রীর কাছে যেন বৈধ টিকিট থাকে। বৈধ টিকিট স্টেশনের টিকিট কাউন্টার অথবা অনলাইন থেকে বুকিং করা যায়। বৈধ টিকিটের ক্ষেত্রে যাত্রীরা যে শ্রেণীর টিকিট বুক করেন সেই শ্রেণীতেই ভ্রমণ করতে পারেন। তবে এমন একটি টিপস রয়েছে যার ফলে যাত্রীরা স্লিপার ক্লাসের টিকিটের টাকায় এসি ক্লাসে ভ্রমণ করার সুযোগ পেতে পারেন।
যে টিপসের কথা বলা হচ্ছে সেটি আইআরসিটিসির একেবারেই সিক্রেট টিপস (IRCTC Secret Tips)। আইআরসিটিসির এই সিক্রেট টিপস অবশ্য যারা অনলাইনে টিকিট বুকিং করেন তারাই পাবেন। কেননা এই অপশন যারা অফলাইন অর্থাৎ পিআরএস কাউন্টার থেকে টিকিট বুকিং করছেন তারা পাবেন না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আইআরসিটিসির সেই সিক্রেট টিপসটি কি?
এক্ষেত্রে যখন যাত্রীরা অনলাইনে টিকিট বুকিং করবেন তখন তাদের টিকিট বুকিং করার সময় অটো ক্লাস আপগ্রেশন নামে একটি অপশন পাওয়া যাবে, সেটিতে টিক দিয়ে দিতে হবে। এই ছোট্ট একটি কাজ করলেই যে সকল যাত্রীরা ট্রেনের স্লিপার ক্লাসের টিকিট বুকিং করবেন তারা এসি ক্লাসে ভ্রমণ করার সুযোগ পেতে পারেন। তবে এই সুযোগ যে সব সময় পাওয়া যাবে এমনটাও নয়। এই সুযোগ পাওয়া যায় কোন কোন ক্ষেত্রে।
স্লিপার ক্লাসের তুলনায় এসি ক্লাসের ভাড়া অনেক বেশি। যে কারণে অধিকাংশ ট্রেনেই দেখা যায় স্লিপার ক্লাস ভর্তি হয়ে গেলেও এসি ক্লাস ভর্তি হয় না। এমন পরিস্থিতিতে যখন দেখা যায় যে এসি ক্লাসে সিট ফাঁকা রয়েছে আর স্লিপার ক্লাসের যাত্রীরা ওয়েটিং লিস্টে রয়েছেন, তখন তাদের মধ্যে থেকে যতটা সম্ভব যাত্রীর টিকিট স্লিপার ক্লাস থেকে এসি ক্লাসে আপগ্রেড করে দেওয়া হয়। রেলের তরফ থেকে এই আপগ্রেড করে দেওয়ার ফলে যাত্রীদের বাড়তি আর এক টাকাও দিতে হয় না। অন্যদিকে স্লিপার ক্লাসের যাত্রীদের কেবলমাত্র 3A এসি ক্লাসে ভ্রমণ করার সুযোগ দেওয়া হয়, 2A বা 2A তে দেওয়া হয় না।