জলপাইগুড়ি: সারা বছরই দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার পর্যটকরা প্রতিদিন দার্জিলিং সহ পার্শ্ববর্তী এলাকায় ঘুরতে আসেন। ঘুরতে আসা পর্যটকদের মধ্যে আবার বড় সংখ্যার পর্যটকরা থাকেন বাঙালি, দক্ষিণবঙ্গের বাসিন্দা। এই সকল পর্যটকদের সুবিধার জন্য জলপাইগুড়ি থেকে দার্জিলিং বাস চালানোর ব্যবস্থা করেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম (NBSTC)। তবে পর্যটকদের সুবিধা করতে গিয়ে তারাই চাপে পড়ে গিয়েছে।
যে সকল পর্যটকরা দার্জিলিং সহ পার্শ্ববর্তী এলাকায় ঘুরতে আসেন তাদের অধিকাংশরাই নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে নেমে অন্য কোন যানবাহনে চড়ে দার্জিলিং অথবা পার্শ্ববর্তী এলাকায় পৌঁছান। তবে এক্ষেত্রে তাদের খরচ অনেকটাই বেশি হয়। এমন খরচের কথা মাথায় রেখেই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম বাস চালু করেছে, যার জন্য ভাড়া দিতে হয় মাত্র ১৪৩ টাকা।
জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত বাস চালু করার ক্ষেত্রে শুরুটা বেশ ভালই ছিল। যথেষ্ট পরিমাণে যাত্রী হচ্ছিল যাতায়াতের ক্ষেত্রে। কিন্তু পরে সবকিছু বিগড়ে যায়। যাত্রী অভাবে যেমন জলপাইগুড়ি থেকে বীরপাড়া রুটে বাস পরিষেবা বন্ধ করে দিতে হয়েছে, ঠিক সেই রকম পরিস্থিতি না হলেও অনেকটা একই জায়গায় পৌঁছাচ্ছে।
আরও পড়ুন : Birbhum News: শিক্ষিকাদের লড়াই, ধর্না, মাঝে পড়ে পড়াশুনা লাটে উঠল পড়ুয়াদের
তবে জলপাইগুড়ি থেকে বীরপাড়া অথবা জলপাইগুড়ি থেকে সাতকুরা রুটে যে পরিস্থিতি দাঁড়িয়েছিল সেই পরিস্থিতি যাতে না হয় তার জন্য মাইকিং শুরু করা হয়েছে জলপাইগুড়ি ডিপোর তরফ থেকে। পর্যটক টানতে নতুন নতুন প্যাকেজ ঘোষণা করে লিফলেট ছাপিয়ে তা বিলিও করা হচ্ছে। এখন দেখার বিষয় বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিজেদের কতটা উদ্ধার করতে পারে।
জলপাইগুড়ি থেকে বাসে চড়ে দার্জিলিং যাওয়ার ক্ষেত্রে প্রাকৃতিক সৌন্দর্যের নৈসর্গিক স্বাদ পাওয়া গেলেও যাত্রী কেন হচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠছে। নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ভাড়া যেখানে ১৪৩ টাকা সেই জায়গায় যাত্রী না হওয়া মূলত প্রচারের অভাব বলেই মনে করা হচ্ছে। আর এরই পরিপ্রেক্ষিতে এমন পরিষেবার বিষয়টি মানুষের কানে কানে পৌঁছে দেওয়ার জন্যই এবার প্রচারের ব্যবস্থা করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম।