স্ক্যান করে মুহূর্তে মিলবে টিকিট, রেলের দুর্দান্ত পরিষেবা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের প্রায় সাড়ে সাত হাজার রেলস্টেশন থেকে প্রতিদিন ২৭ হাজারের বেশি ট্রেন গন্তব্যের দিকে রওনা দেয়। এই সকল ট্রেনের মধ্যে ২০ হাজারের বেশি ট্রেন যাত্রীবাহী এবং বাকি পণ্যবাহী। যাত্রীবাহী এই সকল ট্রেনে প্রতিদিন কোটি কোটি মানুষ যাতায়াত করে থাকেন। যে কারণে রেল পরিষেবা ভারতের মতো দেশে গণপরিবহনের মেরুদন্ড।

Advertisements

এই রেল পরিষেবার ওপর নির্ভর করে প্রতিদিন যে সকল যাত্রীরা এক জায়গা থেকে অন্য জায়গা ভ্রমণ করে থাকেন তাদের জন্য এবার দুর্দান্ত পরিষেবা নিয়ে এলো ভারতীয় রেল। দুর্দান্ত এই পরিষেবার মাধ্যমে টিকিট কাটার ঝঞ্ঝাট এক নিমেষে দূর হয়ে যাবে। এই পরিষেবার মাধ্যমে যাত্রীরা মোবাইলে স্ক্যান করেই নিমেষে তাদের টিকিট বুকিং করতে পারবেন।

Advertisements

এই পদ্ধতিতে টিকিট কাটার ক্ষেত্রে সম্পূর্ণ লেনদেন হবে ডিজিটাল মাধ্যমে। বর্তমানে যখন আর্থিক লেনদেনের ক্ষেত্রে ইউপিআই সহ বিভিন্ন ডিজিটাল লেনদেন বাড়ছে সেই সময় এই পদ্ধতি নগদের ঝামেলা মেটাবে এবং টিকিট বুকিং করার ক্ষেত্রে সময় অনেক কমাবে। গত কয়েক মাস আগে থেকেই চালু হওয়া এই পরিষেবা পাওয়া যায় ATVM মেশিনে।

Advertisements

ATVM মেশিনের মাধ্যমে যাত্রীরা স্ক্যান করে সাধারণ টিকিট, প্ল্যাটফর্ম টিকিট, এমনকি মান্থলি টিকিট বুকিং করতে পারেন। বহু স্টেশনেই এই মেশিনে কিউআর কোড বসানোর ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও স্মার্ট কার্ডের মাধ্যমেও এই মেশিন থেকে টিকিট বুকিং করা যায়।

নতুন এই পদ্ধতিতে যেমন কোন দোকানে জিনিসপত্র কেনার পর কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করা যায় ঠিক সেই রকমই স্ক্যান করে টিকিটের মূল্য মিটিয়ে দেওয়া যায়। এই ব্যবস্থা চালু হওয়ায় লাইনে দাঁড়ানো, নগদ দেওয়া এবং ফেরত নেওয়া ইত্যাদির ঝামেলা না থাকাই স্বাভাবিকভাবেই কমে যাচ্ছে টিকিট বুকিংয়ের সময়।

Advertisements