নিজস্ব প্রতিবেদন : বাইরে বেড়াতে গিয়ে একই কামড়ায় পাশাপাশি সিট বা আসন না পেয়ে রেল সফরকালীন হইহুল্লোড় করে যাত্রাটাই মাটি হয়ে যায়। আর এই সমস্যার সমাধান খুঁজতে হন্যে হতে হয় রেলযাত্রীদের। তবে এবার সেই সমস্যার সমাধান করে দিল খোদ রেল দপ্তর। এবার থেকে রেলের সংরক্ষিত কামড়ায় টিকিট বুক করার সময় রেলযাত্রীরা নিজেরাই বেছে নিতে পারবেন নিজেদের পছন্দের সিট। এমনকি বেছে নিতে পারবেন কোচও। এমনই অভিনব উদ্যোগের কথা ঘোষণা করেছে IRCTC।
রেল যাত্রীরা এমনটা করতে পারবেন অনলাইনে তাদের টিকিট বুক করার সময়। এমনকি তারা অনলাইনে টিকিট বুক করার সময় নিজেদের পছন্দের সিট ও কোচ বেছে নেওয়ার পাশাপাশি ইঞ্জিন থেকে তা কত দূরে থাকবে তাও বেছে নিতে পারবেন। আর এই সুবিধা পাওয়া যাবে সমস্ত রকম সংরক্ষিত কামরার ক্ষেত্রেই। আর এই বিশেষ সুবিধা রেল যাত্রীদের সামনে তুলে ধরার জন্য IRCTC বিশেষ বন্দোবস্ত করেছে। কিভাবে কাজ করবে এই বিশেষ বন্দোবস্ত?
যখন কোন রেল যাত্রী অনলাইনে IRCTC-র ওয়েবসাইট অথবা অ্যাপ থেকে রেল টিকিট বুক করতে যাবেন তখন IRCTC ওই যাত্রীর সামনে কোন আসনগুলি পূর্ণ হয়েছে আর কোনগুলি ফাঁকা রয়েছে তার বিবরণ তুলে ধরবে। আর সেখানেই মিলবে কোচ ও সিটের বিবরণ। আর এই তথ্য দেখে রেল যাত্রীরা তাদের পছন্দমত সিট ও কোচ বেছে নিতে পারবেন নিজেরাই। আর টিকিট বুক হয়ে গেলে ট্রেন ছাড়ার ৪ ঘণ্টা আগে প্রথম সংরক্ষিত তালিকা অনলাইনে পেয়ে যাবেন রেল যাত্রীরা। এছাড়াও রেলের দ্বিতীয় তালিকা পাওয়া যাবে ট্রেন ছাড়ার আধঘন্টা আগে।
প্রথম ও দ্বিতীয় তালিকা প্রকাশের পরও ফাঁকা আসনগুলি দেখাবে IRCTC। আর পরিস্থিতি অনুযায়ী বন্ধু বা আত্মীয়কে একই কোচে সিট বুকিংয়ের বন্দোবস্ত করে দেওয়া যাবে। অর্থাৎ আপনি যখন ট্রেনে সফর করছেন তখন আপনার পরিচিতকেও আপনার কোচে সফররত করাতে চাইলে সিট ফাঁকা দেখে তাকেও আপনার কোচে টিকিট বুক করে দিতে পারবেন। এই নিয়ম এযাবত ছিল না। টিকিট বুক করা হলেও নির্ধারিত কোচে বুকিং পাওয়া যেত না। আর এখন থেকে নির্ধারিত কোচে সংরক্ষণের তালিকা দেখে খালি আসনের জন্য নির্বাচন করে নিতে পারবেন যাত্রীরাই।