Indian Railways Rules: কোটি কোটি টাকা জরিমানা আদায়, তাতেও শান্তি নেই! ট্রেনে কখনোই করা যায় না এই ২ কাজ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : আমরা ভারতীয় নাগরিকরা প্রতিদিনই গণপরিবহনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি ভারতীয় রেল (Indian Railways) পরিষেবাকে। প্রতিদিন ভারতীয় রেল অন্ততপক্ষে দেশের ২ কোটি মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেয়। এই বিপুল সংখ্যক মানুষের রেল পরিষেবা ব্যবহারের কারণে সব সময় সতর্ক থাকতে হয় রেলকে। যে কারণেই তাদের তরফ থেকে চালু করা হয়েছে বিভিন্ন নিয়মাবলী (Indian Railways Rules)।

Advertisements

যাত্রীদের সুরক্ষা থেকে শুরু করে নিরাপত্তা ও অন্যান্য ব্যবস্থার জন্য রেলের তরফ থেকে যে সকল নিয়ম চালু করা হয়েছে সেই সকল নিয়ম অমান্য করা হলেই দিতে হয় মোটা টাকা জরিমানা। শুধু মোটা টাকা জরিমানা দিয়েই আবার স্বস্তি বা শান্তি মেলেনা, কখনো কখনো এই সকল নিয়ম অমান্য করার জন্য জেলেও যেতে হয়। ঠিক সেই রকমই ট্রেনে সফর করার সময় দুটি কাজ কখনোই করা যায় না, করলে ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত জরিমানার পাশাপাশি ৬ মাসের জেলও হতে পারে।

Advertisements

ট্রেন সফরের সময় যে দুটি কাজ একেবারেই করা যায় না সেই দুটি কাজ হল ধূমপান এবং মধ্যপান। তবে রেলের এই নিয়মকে ফাঁকি দিয়ে অনেকেই টয়লেটে ঢুকে ধূমপান করে থাকেন, আবার অনেকেই রয়েছেন যারা পানীয় জলের বোতলে মদ ভরে পান করে থাকেন। এক্ষেত্রে জানিয়ে রাখা দরকার, এখন কিন্তু রেল আরও বেশি সক্রিয় হয়েছে এই সকল ঘটনাকে ঠেকানোর জন্য। আর সম্প্রতি এই সকল ঘটনায় রেলের তরফ থেকে যাত্রীদের হাতেনাতে পাকড়াও করে কোটি কোটি টাকা জরিমানা আদায় করা হয়েছে।

Advertisements

আরও পড়ুন ? Train Ticket Sign: ট্রেনের টিকিটেই থাকে একাধিক সংকেত, যেগুলি বলে যাত্রীর টিকিট রয়েছে কোন পর্যায়ে

অগ্নিসংযোগের সম্ভাবনার কথা মাথায় রেখে চলন্ত ট্রেন থেকে শুরু করে প্ল্যাটফর্ম অথবা স্টেশন চত্বরে পুরোপুরি ভাবে ধূমপান নিষিদ্ধ। রেল আইনের ১৬৭ নম্বর ধারা অনুসারে নিয়ম ভেঙ্গে যদি কেউ এমন কাজ করে থাকেন তাহলে তার থেকে ১০০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা আদায় করা হয়ে থাকে। এছাড়াও জেল হতে পারে। সম্প্রতি টিটিই, রেল পুলিশ ট্রেনের টয়লেটে ঠোকা দিয়ে এই ধরনের কাজ করতে থাকা যাত্রীদের হাতে নাতে পাকড়াও করে কোটি কোটি টাকা জরিমানা আদায় করেছে।

এর পাশাপাশি লোকাল হোক অথবা এক্সপ্রেস ট্রেন, অথবা স্টেশন চত্বরে দাঁড়িয়ে কখনোই যাত্রীরা মদ পান করতে পারেন না। যদি কোন যাত্রী এই ধরনের ঘটনায় ধরা পড়েন এবং তার থেকে মদ উদ্ধার করা হয় তাহলে ৫০০ টাকা জরিমানা নেওয়া হয়ে থাকে। আবার ৫০০ টাকা জরিমানা দিয়েও শান্তি মেলে না। অনেক ক্ষেত্রেই ঐ সকল যাত্রীদের ধরে জেলে পুরে দেওয়া হয়। তাদের ৬ মাস পর্যন্ত জেল হতে পারে।

Advertisements