Electric Rickshaw: যাত্রী বহনে সক্ষম ইলেকট্রিক রিক্সা, কিলোমিটার প্রতি খরচ মাত্র ৬ পয়সা। পেট্রোল ডিজেলের বাড়তি দামের কারণে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। অনেকেই গাড়ি নিয়ে রাস্তায় বেরোনো বন্ধই করে দিয়েছেন। শুধুমাত্র ব্যক্তিগত নয়, পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহারের ক্ষেত্রেও সমস্যায় পড়ছেন যাত্রীরা। জ্বালানির দাম বৃদ্ধির কারণে বেড়েছে গাড়ির ভাড়াও। এই পরিস্থিতিতে আশার আলো দেখাচ্ছে ইলেকট্রিক গাড়িগুলি। ইলেকট্রিক কার, বাইক, সাইকেলের পর এবার বাজারে এলো ইলেকট্রিক রিক্সা (Electric Rickshaw)।
ইলেকট্রিক গাড়ির চাহিদা প্রতিনিয়ত বেড়েই চলেছে। সেই কথা মাথায় রেখে ভারতে তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরনের ইলেকট্রিক গাড়ি। ধীরে ধীরে ভারতে তৈরি ইলেকট্রিক গাড়ির চাহিদাও গাড়ির বাজারে ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। ভারতে তৈরি গাড়ির দাম তুলনামূলক কম হবে ভারতীয়দের জন্য। সেই আশা থেকেই সম্পূর্ণ ভারতীয় প্রোডাক্টের প্রতি চাহিদাটা বেড়েই চলেছে। হানড্রেট পারসেন্ট মেক ইন ইন্ডিয়া প্রোডাক্ট চাইছে গ্রাহকরা।
এখনো পর্যন্ত ভারতে একাধিক ইলেকট্রিক গাড়ি তৈরি করা হয়েছে। ইলেকট্রিক কার, ইলেকট্রিক বাইক, এমনকি ইলেকট্রিক সাইকেলও চলে এসেছে ভারতের বাজারে। সম্প্রতি এই তালিকায় যুক্ত হয়েছে আরো একটা নাম। যাত্রী বহনকারী ইলেকট্রিক রিক্সা (Electric Rickshaw) লঞ্চ করা হয়েছে। লাহিয়া নামক একটি সংস্থা এই রিক্সা নিয়ে এসেছে গাড়ির বাজারে। এই রিকশায় অনায়াসে ৮০ থেকে ৯০ কিলোমিটার রেঞ্জ পাওয়া যেতে পারে। কারণ, এই রিক্সাটিতে ব্যবহার করা হয়েছে একটি ৫১.২ ভি ১০৫ এএইচ লিথিয়াম ব্যাটারি। সর্বোচ্চ ২৫ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটবে এই গাড়ি।
আরো পড়ুন: ১৫ মিনিট চার্জ দিলেই যথেষ্ট, ছুটবে ১৫০ কিমি! ফের EV গাড়ির জগতে বিপ্লব টাটাদের
রিক্সায় ব্যবহৃত সাধারণ ব্যাটারি চার্জ হতে সময় লাগে 8 থেকে ৯ ঘন্টা। কিন্তু এই লিথিয়াম ব্যাটারি চার্জ হতে সময় লাগবে মাত্র ৩ থেকে ৪ ঘন্টা। আর একবার সম্পূর্ণ চার্জ দিলে ৮০ থেকে ৯০ কিলোমিটার পর্যন্ত অনায়াসে চালানো যাবে এই ইলেকট্রিক রিক্সাটি (Electric Rickshaw)। এছাড়াও বেশ কিছু সুবিধা রয়েছে এই গাড়িটিতে। এখানে যুক্ত করা হয়েছে ডিজিটাল ডিসপ্লে, অ্যালয় হুইল এবং ৪ পিআর টায়ার।
এছাড়াও মাহিন্দ্রার পক্ষ থেকেও একটি ইলেকট্রিক রিক্সা (Electric Rickshaw) নিয়ে আসা হয়েছে গাড়ির বাজারে। এই গাড়িতেও ব্যবহার করা হয়েছে লিথিয়াম ব্যাটারি। যা সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় ২ ঘন্টা ৩০ মিনিট। প্রতি কিলোমিটার চালানোর জন্য খরচ পড়বে মাত্র ৬ পয়সা। বাজারে রয়েছে মিনি মেট্রো ইলেকট্রিক রিক্সাও। এই গাড়িটি ১১০ কিলোমিটারের রেঞ্জে চলতে পারে। কিন্তু এই গাড়ির ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় একটু বেশি, প্রায় ৮ ঘন্টা। বসার জায়গাও বেশ ভালো এই গাড়িটিতে। অনায়াসে ৪ জন যাত্রী বসতে পারবেন।