Sealdah Local Train: শিয়ালদায় কথা রাখেনি রেল! জানতে পেরেই ক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ভারতে যে সকল রেলস্টেশন রয়েছে তার মধ্যে অন্যতম একটি রেলস্টেশন হল শিয়ালদা (Sealdah)। প্রতিদিন হাজার হাজার যাত্রীরা এই রেলস্টেশন থেকে নিজেদের গন্তব্যে যাওয়া আসা করেন। শুধু শিয়ালদা রেল স্টেশন নয়, পাশাপাশি পুরো শিয়ালদা ডিভিশনই হলো ভারতীয় রেলের (Indian Railways) অন্যতম গুরুত্বপূর্ণ একটি ডিভিশন। এবার এই ডিভিশনেই রেলের বিরুদ্ধে অভিযোগ উঠল কথা খেলাপির আর সেই কারণেই ক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা।

শিয়ালদা ডিভিশনের যাত্রীদের এমন ক্ষোভের পিছনে রয়েছে গত কয়েক মাস ধরে ঘটে চলা বেশ কিছু ঘটনা। বিভিন্ন সময় শিয়ালদা রেল স্টেশনের এক থেকে পাঁচ নম্বর প্লাটফর্ম সম্প্রসারণ করার জন্য একের পর এক লোকাল ট্রেন (Sealdah Local Train) বাতিল করা হয়। এই সকল লোকাল ট্রেন বাতিল করার পিছনে রয়েছে রেলের একটি বড় উদ্দেশ্য। আর সেই উদ্দেশ্য হল শিয়ালদা ডিভিশনের প্রত্যেক লোকাল ট্রেনকে ১২ কামরায় রূপান্তরিত করা।

শিয়ালদা ডিভিশনের প্রত্যেক লোকাল ট্রেনকে ১২ কামরায় রূপান্তরিত করার জন্য যে সকল পরিকাঠামোর প্রয়োজন হয় সেই সকল পরিকাঠামো তৈরীর কাজ করা হয়েছে সময়ের পরিপ্রেক্ষিতে। এছাড়াও রেলের তরফ থেকে প্রথম দিকে জানানো হয়েছিল, জুন মাস থেকেই শিয়ালদা ডিভিশনের সমস্ত লোকাল ট্রেন ১২ কামরার হয়ে যাবে। পরে জানানো হয় জুলাই থেকে এমন পরিষেবা শুরু হবে। কিন্তু জুলাইয়ের ১ তারিখ থেকে শিয়ালদার সব ডিভিশনে ১২ কামরার লোকাল ট্রেনের দেখা মেলেনি।

আরও পড়ুন 👉 Yatri Sathi App: শুধু কলকাতা নয়, এবার শিলিগুড়িতেও যাত্রীসাথী অ্যাপ! পরিষেবা মিলবে এই সকল রুটে

জুন মাসের পর জুলাই থেকে সমস্ত লোকাল ট্রেন ১২ কামরার হবে বলে রেল আগে থেকে জানালেও সোমবার দেখা যায় বিভিন্ন ডিভিশনে চলছে ৯ কামরার লোকাল ট্রেন। আর এসব দেখেই রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। রেল কথা না রাখার কারণেই এমন ক্ষোভ বলে জানা যাচ্ছে যাত্রীদের থেকে। যাত্রীদের এমন ক্ষোভের পরিপ্রেক্ষিতে শিয়ালদা ডিভিশনের তরফ থেকে সব লোকাল ট্রেন এই মুহূর্তে ১২ কোচের না করার কারণ জানানো হয়েছে।

শিয়ালদা ডিভিশনের তরফ থেকে দাবি করা হয়েছে, সোমবার ১১০ টি রেকের মধ্যে ৩৮ টি ৯ কামরার ছিল। সেগুলিকে ১২ কামরার করা হলেও এখনো কিছু কাজ বাকি রয়েছে। এমনকি ওই সকল ট্রেন ১২ কামরার করে চালানোর জন্য আরো কিছুটা সময় লাগবে বলে তাদের তরফ থেকে স্বীকার করে নেওয়া হয়েছে। সোমবার সপ্তাহের প্রথম দিন ১২ কামরার লোকাল ট্রেনে চড়ে যাত্রীরা গন্তব্যে যাবেন এমনটা আশা করে স্টেশনে গেলেও দেখা যায় ৩১৮২০ কৃষ্ণনগর শিয়ালদা ডাউন লোকাল ট্রেন টি ৯ কামরার ছিল, এছাড়াও ৩১২২০ ট্রেনটিও ৯ কামরার ছিল। অফিস টাইমে এই সকল ট্রেনগুলিতে প্রচন্ড ভিড়ে যাত্রীদের কষ্ট করে যাতায়াত করতে হয় এবং তারপরই তাদের মধ্যে ক্ষোভ দেখা যায়।