Indian Railways: নতুন নিয়মে বিপাকে যাত্রীরা, স্লিপার কোচে ঢুকলেই জরিমানা, নিশ্চিত টিকিট ছাড়া ট্রেনে উঠলেই বিপদ

Prosun Kanti Das

Published on:

Advertisements

Indian Railways: ভারতীয় রেলওয়ে ( Indian Railways) যাত্রীদের জন্য নিয়ে এলো এক নতুন ধাক্কা! স্লিপার কোচে যাতায়াত করতে হলে এবার আর টিটিই (ট্রেন ইনচার্জ) থেকে টিকিট কাটার কোনো সুযোগ থাকছে না। যাত্রীরা যদি প্ল্যাটফর্মে গিয়ে স্লিপার টিকিট না পান, তবে তাঁদের জন্য বড় ধরনের বিপদ অপেক্ষা করছে। টিটিই যদি কাউকে সাধারণ টিকিট নিয়ে স্লিপার কোচে দেখেন, তবে সঙ্গে সঙ্গেই জরিমানা করে পরবর্তী স্টেশনে নামিয়ে দেওয়া হবে।

Advertisements

রেলের (Indian Railways) এই নতুন নির্দেশিকার ফলে সংরক্ষিত কোচে অপ্রয়োজনীয় ভিড় বন্ধ হবে এবং নিশ্চিত টিকিটধারী যাত্রীরা তাঁদের সিটে আরামে বসে ভ্রমণ করতে পারবেন। কোনো অনাহুত যাত্রী তাঁদের ঘুম বা আরামের ব্যাঘাত ঘটাতে পারবে না। এমনকি, যাত্রাপথে স্লিপার কোচে চুরি, ছিনতাইয়ের মত অপ্রীতিকর ঘটনারও এবার ইতি ঘটবে।

Advertisements

গ্রীষ্মের ছুটি এবং উৎসবের মরশুমে টিকিট পাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। এসি কোচের ওয়েটিং লিস্ট প্রায় ২০০ পার করে এবং স্লিপার কোচের সংখ্যা ৩০০ ছাড়িয়ে যায়। অনেক সময় যাত্রীরা সাধারণ টিকিট নিয়ে স্লিপার কোচে ঢুকে পড়েন এবং টিটিই-র কাছ থেকে টিকিট কেটে নিজেদের যাত্রা চালিয়ে যান। তবে এখন থেকে এই ব্যবস্থা বন্ধ হতে চলেছে। শুধুমাত্র আইআরসিটিসি বা রেলওয়ে কাউন্টার থেকে নিশ্চিত টিকিট কাটলেই যাত্রা করা যাবে।

Advertisements

আরো পড়ুন: দিল্লী থেকে একরাতেই কাশ্মীর, কবে থেকে চালু বন্দে ভারত, ভাড়াই বা কত

রেলওয়ে বোর্ড জানিয়েছে, এই নতুন নিয়ম শুধু যাত্রীদের আরাম এবং নিরাপত্তা বাড়ানোর জন্য নয়, ট্রেনের শৃঙ্খলাও নিশ্চিত করবে। অপরিকল্পিত ভিড় কমাতে এবং নিশ্চিত টিকিটের সঠিক ব্যবহার নিশ্চিত করতে রেলওয়ের এই কড়া পদক্ষেপ। এমনকি ওয়েটিং টিকিটের সংখ্যা নিয়ন্ত্রণ করার জন্যও একটি নতুন নির্দেশিকা প্রণয়ন করা হচ্ছে, যাতে কোচে অতিরিক্ত ভিড় না হয়।

এছাড়া, রেল ( Indian Railways) কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্লিপার কোচের সংখ্যা হ্রাস এবং এসি কোচের সংখ্যা বৃদ্ধির কারণে যাত্রীদের ভোগান্তি বেড়ে চলেছে। তাই নতুন একটি পরিকল্পনার আওতায় রেল মন্ত্রক এসি এবং স্লিপার কোচের আলাদা রেক নিয়ে ট্রেন চালানোর পরিকল্পনা করছে। যাত্রীরা এখন থেকে স্রেফ নিশ্চিত টিকিট নিয়েই সংরক্ষিত কোচে ওঠার অধিকার পাবেন। এই নতুন নিয়ম যাত্রীদের যাত্রা আরও নিরাপদ, আরামদায়ক এবং সুবিধাজনক করে তুলবে। তবে, যারা এখনও অবধি টিটিই থেকে শেষ মুহূর্তে টিকিট কাটার সুযোগে স্লিপার কোচে উঠতেন, তাঁদের জন্য আসন্ন দিনগুলোতে রেলের এই কড়া পদক্ষেপ একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

Advertisements