নিজস্ব প্রতিবেদন : এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের ক্ষেত্রে দেশের অধিকাংশ মানুষ ট্রেনের উপর নির্ভর করে যাতায়াত করে থাকেন। ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে খরচ কম এবং আরামদায়ক সফরের জন্য এই রেল পরিষেবাকেই বহন করে থাকেন দেশের কোটি কোটি মানুষ। এই রেল পরিষেবায় এবার বেশ কিছু নিয়মের বদল আনল ভারতীয় রেল।
রেল পরিষেবার ওপর দেশের কোটি কোটি মানুষ নির্ভরশীল হওয়ার কারণে যাত্রীদের সুবিধার জন্য বিভিন্ন সময় নানান নিয়ম চালু করে থাকে ভারতীয় রেল। যেমন করোনাকালে যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে ভারতীয় রেলের তরফ থেকে প্রায় অধিকাংশ ট্রেনেই রিজার্ভেশন ব্যবস্থা চালু করে। যাতে করে অতিরিক্ত যাত্রীর চাপে সংক্রমণ বৃদ্ধি না পায় তার জন্য এই ব্যবস্থা আনা হয়।
এর পাশাপাশি করোনাকালে এমনিতেই যাত্রী সংখ্যা অনেক কমে গিয়েছিল। তবে সংক্রমণ কমার পর এর আগের ছন্দে ফিরতে শুরু করে ভারতীয় রেল। যে কারণে টিকিটের চাপও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতিতে এবার যখন সবকিছু স্বাভাবিক ছন্দে ফিরছে সেই সময় নিম্নবিত্ত যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এক্সপ্রেস ট্রেনের সাধারণ কামরায় ওঠার ক্ষেত্রে নিয়মে বদল আনল ভারতীয় রেল।
এক্সপ্রেস ট্রেনের সাধারণ কামড়ায় ওঠার ক্ষেত্রে যে নিয়মে পরিবর্তন আনা হয়েছে সেই নিয়ম অনুযায়ী, এবার থেকে আর যাত্রীদের সেই সকল ট্রেনের জন্য রিজার্ভেশন টিকিট বুক করার প্রয়োজন নেই। আগের মতই সাধারণ টিকিট বুক করে যাত্রীরা এক্সপ্রেস ট্রেনের সাধারণ কামড়ায় উঠতে পারবেন। আপাতত পূর্ব মধ্য রেলের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
করোনা সংক্রমণ কমে যাওয়া এবং দেশের নিম্নবিত্ত রেলযাত্রীদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। পাশাপাশি এই সিদ্ধান্ত সব দপ্তরে বিজ্ঞপ্তি আকারে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পূর্ব-মধ্য রেলের জনসংযোগ আধিকারিক বীরেন্দ্র কুমার।