এটি মিস করলে হাতছাড়া হবে পাকা টিকিট, অবাক হবেন রেলের এই নিয়মে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ঘুরতে যাওয়া অথবা অন্য কোন কাজের ক্ষেত্রে যাতায়াতের জন্য দেশের লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন ট্রেনের উপর নির্ভর করেন। দূর যাত্রার ক্ষেত্রে অধিকাংশ যাত্রী আগে থেকেই তাদের টিকিট বুকিং করে রাখেন। ট্রেনের রিজার্ভেশন টিকিট থাকা মানেই পাকা সিট।

Advertisements

এতদিন এই নিয়ম থাকলেও এবার ভারতীয় রেলের তরফ থেকে এই নিয়মে বদল আনা হচ্ছে। ভারতীয় রেলের তরফ থেকে নতুন যে নিয়ম আনা হচ্ছে তাতে আপনার পাকা সিট হবে হাতছাড়া। এই নিয়ম অনুসারে সংরক্ষিত আপনার সিট পেয়ে যাবেন আরসি-তে থাকা কোন যাত্রী। বিষয়টি অবাক লাগলেও এমনই হতে চলেছে। এমনকি এই পরিস্থিতিতে আপনি ট্রেনে চললে টিটিই আপনাকে ধরলে আপনি বিনা টিকিটে যাত্রী হিসেবেই পরিগণিত হবেন।

Advertisements

ভারতীয় রেলের তরফ থেকে এবার টিটিইদের দেওয়া হচ্ছে ‘হ্যান্ড হেল্ড টার্মিনাল’ ট্যাবলেট। এর মাধ্যমে টিটিইরা জানতে পারবেন কোন কোন বোর্ডিং স্টেশনে যাত্রীরা ওঠেননি। তখনই টিটিই সেই সকল আসন দিয়ে দেবেন আরসি-তে থাকা যাত্রীদের। এক্ষেত্রে একেবারে প্রথম দিকে থাকা ওয়েটিং লিস্টের যাত্রীরা সিরিয়াল অনুযায়ী সুযোগ পাবেন।

Advertisements

নতুন এই নিয়ম সম্পর্কে খুব সহজভাবে বলা যায়, কোন যাত্রী হাওড়া থেকে দিল্লি যাওয়ার জন্য সংরক্ষিত টিকিট বুকিং করেছেন। তার টিকিট কনফার্ম হয়েছে কিন্তু তিনি হাওড়া রেল স্টেশন থেকে উঠতে পারেননি। তিনি অন্য কোথাও থাকার কারণে অন্য কোন রেল স্টেশন থেকে ওঠার পরিকল্পনা করেছেন। আগে এইভাবে ওঠা গেলেও আগামী দিনে আর তা করা যাবে না। এক্ষেত্রে আপনার নির্ধারিত আসন ফাঁকা দেখে টিটিই চাইলে সঙ্গে সঙ্গে অথবা এক দুটি স্টেশন অপেক্ষা করে সেই সিট অন্য কোন যাত্রীকে দিয়ে দিতে পারেন।

তবে এই রকম ক্ষেত্রে রক্ষা পাওয়ার জন্য উপায় রেখেছে ভারতীয় রেল। এমন কোন ঘটনা ঘটলে ট্রেন ছাড়ার নির্ধারিত সময়ের আগে যাত্রীকে বোর্ডিং স্টেশন পরিবর্তন করতে হবে। এর পাশাপাশি নতুন নিয়মের বিষয়ে রেলের উচ্চপদস্থ আধিকারিকরা দাবি করেছেন, আগামী দু’মাসের মধ্যে গোটা দেশে এই নিয়ম চালু হয়ে যাবে এবং এই পদ্ধতিতেই ফাঁকা সিটগুলিতে অন্য যাত্রীদের সুযোগ দেওয়া হবে।

Advertisements