Passport will be available more easily than before at a nominal cost: পাসপোর্ট (Passport) ছাড়া কোনভাবেই বিদেশ যাত্রা করা সম্ভব নয়। যদি বিদেশে কোন কাজে যান তাহলে আগে অবশ্যই লাগবে পাসপোর্ট। এটি আপনার আইডেন্টিটি বোঝাতে সাহায্য করে। তাই নিজের দেশ বাদে যে কোন দেশে পাড়ি দিতে গেলে আপনার প্রয়োজন হবে পাসপোর্ট। পাসপোর্ট একটি নথি যা বিদেশে আপনার পরিচয় প্রমাণ করে। বিদেশ আসার জন্য আপনি কি আপনার পরিচয় পত্র অর্থাৎ পাসপোর্ট বানানোর কথা চিন্তা-ভাবনা করছেন? এই কাজের জন্য আপনার কারোর সাহায্যে প্রয়োজন হবে না নিজেই এই কাজটি খুব সহজে করতে পারবেন। কারণ সরকার পাসপোর্ট তৈরির প্রক্রিয়াকে সাধারণ জনগণের জন্য অনেক সহজতর করে তুলেছে।
পাসপোর্ট (Passport) বানানোর জন্য আপনাকে আর এজেন্টের সাহায্য নিতে হবে না। এজেন্টের সাহায্য নিতে গেলে সেখানে বহু টাকার খরচের প্রশ্ন এসে যায়। এই ঝামেলা থেকে সাধারণ মানুষের এখন মুক্তি। আপনি নিজেই অনলাইনে আবেদন করতে পারেন। আজকের প্রতিবেদনে আমরা জেনে নেব কিভাবে অনলাইনের মাধ্যমে খুব সহজেই বাড়িতে বসে করা যেতে পারে পাসপোর্ট এর জন্য অ্যাপ্লিকেশন।
একটি পাসপোর্ট তৈরির জন্য কত ফি লাগতে পারে?
- যখনই আপনি একটি নতুন পাসপোর্ট (Passport) তৈরি করবেন আপনার খরচ পড়বে ১৫০০ থেকে ২০০০ টাকা।
- ১৫০০ টাকার সাধারণ পাসপোর্টে আপনি ১০ বছরের জন্য ৩৬ পৃষ্ঠার একটি অতিরিক্ত বুকলেট পাবেন।
- অনেকে আবার তৎকাল পাসপোর্ট এর জন্য অ্যাপ্লিকেশন করেন তাদের একটু বেশি পরিমাণে খরচ হতে পারে।
- আর জরুরী পাসপোর্ট এর জন্য দু হাজার টাকা পর্যন্ত খরচ করতে হতে পারে ।
- যদি আপনি শিশুর জন্য পাসপোর্ট করতে চান তাহলে আপনার খরচ হবে ১০০০ টাকা।
- শিশুদের জন্য জরুরি পাসপোর্ট লাগলে 2000 টাকা ফি দিতে হবে।
পাসপোর্ট (Passport) তৈরির জন্য কি কি নথিপত্র লাগবে?
- পাসপোর্ট তৈরির জন্য কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র অবশ্যই প্রয়োজনীয়। জন্ম তারিখের প্রমাণের জন্য দশম শ্রেণীর বোর্ড পরীক্ষার মার্কশিট, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স (এই নথিগুলির যে কোনও একটি)।
- আপনার ঠিকানা প্রমাণের জন্য প্রয়োজন হবে বিদ্যুৎ বা জলের বিল, রেশন কার্ড, আয়কর বিভাগের মূল্যায়ন আদেশ, ভোটার আইডি, আধার কার্ড, ব্যাঙ্কের পাসবুক (এই নথিগুলির যে কোনও একটি)।
- অ্যানেক্সার ফরম্যাট-1: এটি হলো আপনার ভারতীয় নাগরিকত্বের হলফনামা এবং কোনও অপরাধমূলক রেকর্ড নেই, সেটা প্রমাণের নথিপত্র।
আরও পড়ুন ? New Bakkhali: বকখালি অতীত! এবার নতুন স্পট নিউ বকখালি, গেলে আর ফিরতে মন চাইবে না
কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদনের দ্বারা আপনি পাসপোর্ট পেতে পারবেন?
- প্রথমেই আপনাকে যেতে হবে পাসপোর্ট সেবা ওয়েবসাইটে। সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করুন। অনলাইনের মাধ্যমে খুব সহজেই আজকাল পাসপোর্ট হাতে পাওয়া যায়।
- যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে লগইন করে নিতে পারেন।
- এবার Apply for Fresh Passport/ Re-issue of Passport-এ ক্লিক করুন।
- যাবতীয় বিবরণ পূরণ করে তারপরে আবেদনটি জমা দেবেন।
- হোম পেজে গিয়ে View Saved/Submitted Applications-এ ক্লিক করুন।
- Pay and Schedule Appointment এ ক্লিক করুন।
- তারপর আপনাকে অ্যাপয়েন্টমেন্ট বুক করে, ফি দিয়ে এর রসিদ ডাউনলোড করতে হবে।
- তারপর প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিপ্টে ক্লিক করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করুন।
- তবে অবশ্যই আপনি ভবিষ্যৎ রেফারেন্সের জন্য আবেদনের প্রমাণ রেখে দেবেন।
জানেন কি আবেদন করার কতদিনের মধ্যে পাসপোর্ট পাবেন?
আবেদনকারীর কাছে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আবেদনপত্র পূরণ করার সময় আপনার দেওয়া ঠিকানায় পাসপোর্ট (Passport) চলে আসবে, স্পিড পোস্টের মাধ্যমে। সাধারণত যখন একটি সাধারণ পাসপোর্ট রেডি হবে তখন সময় লাগে ৩০ থেকে ৪৫ দিন। কিন্তু আপনি যদি তৎকাল মোডে পাসপোর্ট চান তাহলে লাগে ৭ থেকে ১৪ দিন।