ক্রিকেট বিশ্বকাপে ১৩ বার মুখোমুখি টিম ইন্ডিয়া-অস্ট্রেলিয়া! ফলাফল দেখলে ঘাম ঝড়বে

নিজস্ব প্রতিবেদন : এখনো পর্যন্ত ক্রিকেট বিশ্বকাপের ময়দানে টিম ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া (India vs Australia) মোট ১৩ বার মুখোমুখি হয়েছে। আগামী রবিবার অর্থাৎ ১৯ মে ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপের (Cricket World Cup 2023) ফাইনালে ১৪ বারের জন্য দুটি দল মুখোমুখি হবে। এই দুটি দল যতবার একে অপরের মুখোমুখি হয়েছে তার ফলাফল দেখলে টিম ইন্ডিয়া এবং টিম ইন্ডিয়ার সমর্থকদের ঘাম ঝড়বে তা নিয়ে কোন সন্দেহ নেই।

১) ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপ টিম ইন্ডিয়া শুরু করেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলে। এই ম্যাচে অস্ট্রেলিয়া ১৯৯ রানে অলআউট হয়ে যায়। তবে এই ১৯৯ রান তুলতে রীতিমতো বেগ পেতে হয় টিম ইন্ডিয়াকে। প্রথমদিকে দুজনকে হারিয়ে রীতিমত চাপে পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। তবে শেষমেষ ৬ উইকেটে টিম ইন্ডিয়া জয় লাভ করে।

১) ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপে টিম ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছিল। গ্রুপ পর্বের এই ম্যাচে ভারত ৩৫২ রান করেছিল ৫ উইকেটের বিনিময়ে। অস্ট্রেলিয়া ওই ম্যাচে ৩১৬ রানে অলআউট হওয়ার কারণে টিম ইন্ডিয়া ৩৬ রানে জয়লাভ করে।

৩) ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সিডনিতে টিম ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছিল। এবার অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ৭ উইকেটের বিনিময়ে ৩২৮ জন তুলেছিল। তবে টিম ইন্ডিয়া ২৩৩ রানে অলআউট হয়ে যায়। ওই ম্যাচে ৯৫ রানে জয়লাভ করেছিল অস্ট্রেলিয়া।

৪) ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়লাভ করেছিল। ভারতের মাটিতে সেবার অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ৬ উইকেটের বিনিময়ে ২৬০ রান তুলেছিল। ভারত ৫ উইকেটের বিনিময়ে নির্ধারিত ওভারের আগেই সেই রান তুলে নিয়েছিল।

৫) ২০০৩ সালের ক্রিকেট বিশ্বকাপে টিম ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছিল। সেবার সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া ১২৫ রানে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়। অস্ট্রেলিয়ার ইনিংস ছিল ২ উইকেটের বিনিময়ে ৩৫৯ এবং ভারতের ইনিংস থেমে যায় ২৩৪ রানে।

৬) ২০০৩ সালের ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচেও ভারত অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছিল। যে ম্যাচে ভারত ১২৫ রানে অলআউট হয়ে গিয়েছিল এবং অস্ট্রেলিয়া অনায়াসে সেই ম্যাচ জিতেছিল।

৭) ১৯৯৯ সালের ক্রিকেট বিশ্বকাপে টিম ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া মুখোমুখি হলে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ২৮২ রান তুলেছিল এবং সেই ম্যাচে ভারতীয় দল ২০৫ রানে থেমে গিয়েছিল।

৮) ১৯৯৬ সালে ভারতে আয়োজিত ক্রিকেট বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল টিম ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া। যেবার অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ২৫৮ রান তুলেছিল এবং ভারতের ইনিংস শেষ হয়ে গিয়েছিল ২৪২ রানে। এই ম্যাচে ১৬ রানে জয়লাভ করেছিল অস্ট্রেলিয়া।

৯) ১৯৯২ সালের ক্রিকেট বিশ্বকাপে টিম ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া মুখোমুখি হলে প্রথমে অস্ট্রেলিয়া ব্যাট করে তুলেছিল ২৩৭ রান। এই ম্যাচে ভারতকে হারতে হয়েছিল মাত্র ৩ রানে।

১০) ১৯৮৭ সালের ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারতে হয়েছিল টিম ইন্ডিয়ার কাছে। যেবার ভারত প্রথমে ব্যাট করে ২৮৯ রান তুলেছিল এবং অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয়ে গিয়েছিল ২৩৩ রানে।

১১) ১৯৮৭ সালের ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্বেও মুখোমুখি হয়েছিল টিম ইন্ডিয়া এবং ভারত। এই ম্যাচে মাত্র ১ রানে হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ২৭০ রান তুলেছিল এবং টিম ইন্ডিয়া ২৬৯ রানে থেমে যায়।

১২) ১৯৮৩ সালের ক্রিকেট বিশ্বকাপের গ্রূপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল টিম ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া। যে ম্যাচে ভারত ১১৬ রানে জয়লাভ করেছিল। ভারতের রান সংখ্যা ছিল ২৪৭, অন্যদিকে অজিরা আটকে গিয়েছিল মাত্র ১২৯ রানে।

১৩) ১৯৮৩ সালের ক্রিকেট বিশ্বকাপের আরও একটি গ্রুপ পর্বের ম্যাচে জয়লাভ করেছিল অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে তারা তুলেছিল ৩২০ রান এবং টিম ইন্ডিয়া এই রান চেস করতে নেমে ১৫৮ রানে থেমে গিয়েছিল।