হাসপাতালের CCU থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা রোগীর, চাঞ্চল্যকর ঘটনা বোলপুরে

Amarnath Dutta

Published on:

Advertisements

অমরনাথ দত্ত : বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের CCU থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক রোগীর। CCU-এ চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ওই রোগী জানলার কাঁচ ভেঙে বহুতল থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরে নিরাপত্তারক্ষী এবং স্বাস্থ্যকর্মীদের চেষ্টাই ওই রোগীকে বাঁচানো সম্ভব হয়।

Advertisements

জানা গিয়েছে, লাভপুর থানার আবাডাঙ্গা দুর্গাপুর এলাকার বাসিন্দা নিখিল হাজরা পারিবারিক অশান্তির কারণে গত বুধবার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তারপর আশঙ্কাজনক অবস্থায় তাকে বোলপুর মহকুমা হাসপাতালে CCU-এ চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল। শুক্রবার দুপুরে নিখিল হাজরা CCU-এর জানলার কাঁচ ভেঙে বাইরে বেরিয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

Advertisements

ঘটনার পর ওই ব্যক্তি ক্যামেরার মুখোমুখি হয়ে জানান, দিন কয়েক ধরেই তাদের পারিবারিক অশান্তি চলছে। এরপর তিনি আজ নিজেকে শেষ করে দেওয়ার জন্য এমন পদক্ষেপ নিয়েছিলেন।

Advertisements

ওই ব্যক্তিকে হাসপাতালে বহুতল থেকে কাঁচের জানালা ভেঙে বাইরে বের হতে দেখে প্রথমে হাসপাতালের অন্যান্য রোগী এবং তাদের পরিজন ও স্থানীয় বাসিন্দারা ভেবেছিলেন তিনি পালাবার চেষ্টা করছেন। কিন্তু পরে জানা যায় তিনি আত্মহত্যার জন্য এমন পদক্ষেপ নিয়েছিলেন। হাসপাতালের মধ্যে এমন ঘটনায় হাসপাতালে আসা অন্যান্য রোগী এবং আত্মীয় পরিজনদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে ওই ব্যক্তির বাড়ির লোকজনকে খবর দেওয়া হয়। পাশাপাশি কিভাবে ওই ব্যক্তি হাসপাতালের জানলার কাঁচ ভেঙ্গে এমন পদক্ষেপ নেওয়ার সাহস পেলেন, এখানে কারোর কোনো গাফিলতি রয়েছে কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Advertisements